রঙ্গিলা খাতুন, বড়ঞা, আপনজন: পঞ্চয়েত নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনও রাজ্যে জেলায় জেলায় তৃণমূলের বিরুদ্ধে ভোট সন্ত্রাসের অভিযোগ অব্যহত। মুর্শিদাবাদের বড়ঞায় বিডিও অফিসেই আক্রান্ত কংগ্রেস! প্রতীক জমা দিতে গিয়ে পুলিশের সামনেই হামলার মুখে মাথা ফাটে কংগ্রেস কর্মীর। ঘটনায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করছে রাজ্যের শাসকদল। অভিযোগ, বড়ঞায় মনোনয়ন পেশের পর থেকেই তা প্রত্যাহারের জন্য কংগ্রেস প্রার্থীদের শাসাচ্ছিল তৃণমূলি দুষ্কৃতীরা। প্রার্থীদের নিরাপত্তার কথা ভেবে তাদের বহরমপুরে দলের জেলা কার্যালয়ে থাকার ব্যবস্থা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। মঙ্গলবার সেখান থেকেই গাড়ি করে ১৩টি অঞ্চলের প্রার্থীদের দলীয় টিকিট সম্বলিত বি ফর্ম জমা দিতে পৌঁছন কংগ্রেস নেতারা। বড়ঞা বিডিও অফিসের সামনে গাড়ি থেকে নামতেই তাদের ওপর লাঠি - রড নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কংগ্রেস কাছ থেকে নথিভর্তি ব্যাগ কেড়ে চম্পট দেয় তারা। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ দুষ্কতীদের বাধা দেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি।ঘটনার খবর পেয়ে ঘনটাস্থলে যান প্রদেশ কংগ্রেস সভাপ্রতি অধীর চৌধুরী। এই ঘটনায় পুলিশ ও জেলা প্রশাসনের বিরুদ্ধে নিষ্কৃয়তার অভিযোগ তুলেছে কংগ্রেস। তাদের দাবি, তাদের বি ফর্ম উদ্ধার করে দিতে হবে। নইলে নতুন করে বি ফর্ম জমা দিতে সময় দিতে হবে দাবি তুলে অধীর সহ কংগ্রেস কর্মীরা বিডিও অফিসের সামনে ধর্নায় বসেন। এব্যাপারে তৃণমূল বা প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct