আপনজন ডেস্ক: বৃষ্টিতে ভিজে টিকটক বানাতে গিয়ে বজ্রাঘাতে মারাত্মক আহত হলেন বেসরকারি চক্ষু হাসপাতালের দুই তরুণী স্টাফ।ঘটনাটি ঘটেছে শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা ভবনের ছাদে।ইয়াসমিন আক্তার (২১) নামে একজন তরুণী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরলেও, মেঘলা আক্তার (২৫) নামে আরেকজন গুরুত্বর আহত অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন। বজ্রপাতে আহত হওয়ার সময় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মুক্তিযোদ্ধা ভবনের একটি ফ্লোর ভাড়া নিয়ে ইসলামী চক্ষু হাসপাতাল তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। মঙ্গলবার দুপুরে ওই হাসপাতালের ক্লিনার মেঘলা আক্তার ও অভ্যর্থনা কর্মী ইয়াসমিন আক্তার প্রচণ্ড বৃষ্টির মধ্যে ছাদে উঠে টিকটক ভিডিও তৈরি করছিলেন। সেই সময় বজ্রপাত হলে মেঘলা আহত হন। তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ইয়াসমিন আক্তার প্রচণ্ড ভয় পেয়েছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে সে বাড়ি চলে গেছে। তবে বড় কোনো ক্ষতি হয়নি। বজ্রপাতে আহত হওয়ার ওই সময়কার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নানা ধরনের সমালোচনার সৃষ্টি হয়েছে। হাসপাতালের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, বৃষ্টিতে ভিজে ভিডিও বানাতে গিয়ে বজ্রাঘাতে আহত হয়েছে হাসপাতালের দুই স্টাফ। ইয়াসমিন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। মেঘলাকে নিয়ে আমরা সদর হাসপাতালে আছি। চিকিৎসক আশ্বাস দিয়েছেন, বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct