নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি, আপনজন: চোপড়ায় গুলি কান্ডে অবশেষে মৃত্যু হল আরেক যুবকের। গুলি লেগে আশঙ্কাজনক অবস্থায় মনসুর আলমকে আনা হয়েছিল শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমে। বুধবার সেখানে মৃত্যু হয় তার। মনোনয়নের শেষদিনে উত্তপ্ত হয়ে উঠেছিল চোপড়া। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল এক জোট প্রার্থীর। আহত হয়েছিলেন বেশ কয়েকজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে আনা হয়েছিল শিলিগুড়িতে।সূত্রের খবর,গত বৃহস্পতিবার মিছিল করে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বাম-কংগ্রেসের মিছিলের উপর গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে। যদিও গোটা ঘটনায় যাবতীয় অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে বাম-কংগ্রেসের জোট প্রার্থীরা সেদিন বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় রাখালবাড়ি এলাকায় তৃণমূলের ঝান্ডা হাতে কয়েকশো যুবক দাঁড়িয়েছিলেন। তাঁদের ভিড়ে কিছু দুষ্কৃতীর হাতে অস্ত্র ছিল বলেও অভিযোগ। মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে বাধা দেওয়ায় প্রতিরোধ গড়েন জোট প্রার্থীরাও। অভিযোগ, তখনই ওই ভিড়ের মাঝখান থেকে সুযোগ বুঝে দুষ্কৃতীরা গুলি চালান। গুলিবিদ্ধ হন জোটের দুই কর্মী। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে জোটের অন্যান্য কর্মীরা দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় চোপড়া হাসপাতালে নিয়ে যান। যদিও ঘটনাস্থলেই মারা যান ১ জন। আরেকজনেরও আজ চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct