আমেরিকার মোটরসাইকেল চালকরা প্রতি বছর মেমোরিয়াল দিবসের আগের দিন জড়ো হন ওয়াশিংট ডিসিতে রোলিং থান্ডার নামের একটি সমাবেশে। লক্ষ্য সব বীর শহীদদের স্মরণ করা। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে সাম্প্রতিক ইরাক যুদ্ধ পর্যন্ত নিখোঁজ থাকা মাকিন যুক্তরাষ্ট্রের ৮৩ হাজার বীরের প্রতি সম্মান প্রদর্শন। প্রথম রোলিং থান্ডার অণুষ্ঠিত হয় ১৯৮৮ সালে। সাধারনত রোলিং থান্ডারে মোটর বাইকাররা পেন্টাগন পার্কিং লটে মিলত হন এবং পোটোম্যাক নদী পার হয়ে ডিসিতে জড়ো হন। তবে এবার রোলিং থান্ডার নির্বাহী পরিচালক আর্টি মুলার বলেন, ' এবারই শেষবার আমরা ওয়াশিংটনে জড়ো হচ্ছি।
মুলার বলেন পেন্টাগনের আমলাতান্ত্রিক জটিলতায় এই সমাবেশ সুষ্ঠুভাবে করা কঠিন হয়ে পড়ছে, পার্কিং লটের অনুমতি পেতে অসুবিধা হচ্ছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি আশা করেন আগামী বছরও এই সমাবেশ তিনি দেখবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct