নিজস্ব প্রতিবেদক, দাসপুর, আপনজন: মঙ্গলবার ছিল পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার এর শেষ দিন।এইদিন এক সিপিআইএম প্রার্থী নিজের মনোনয়ন প্রাত্যাহার করতে বিডিও অফিসের উদ্দেশ্যে বেরিয়েছিলেন ৷ রাস্তায় বিডিও অফিসের সামনে তাঁর পথ আটকায় সিপিআইএমের নেতারা ৷ পুলিশ সেখান থেকে মহিলাকে উদ্ধার করতে আসে ৷ পুলিশের সাথে সিপিআইএমের কর্মীদের ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে যায়৷ প্রকাশ্য রাস্তার ওপরে ওই মহিলা প্রার্থীকে নিজেদের হেপাজতে নিতে সিপিআইএম ও পুলিশ এর মধ্যে ধ্বস্তাধ্বস্তি চলে ১৫ মিনিটের বেশি সময় ধরে ৷ পরে তাঁকে বিডিও অফিসে নিয়ে যেতে সক্ষম হয় পুলিশ ৷ মহিলা জানান- “আমি মনোনয়ন প্রত্যাহার করতে এসেছি স্বেচ্ছায় ৷ আমাকে দলের লোকেরা বাধা দিয়েছে ৷” সিপিআইএমের দাবি- “পুলিশ ও তৃণমূল জোর করে ওই মহিলাকে মনোনয়ন দিতে বাধ্য করিয়েছে ৷ আমরা আইনী পথে যাচ্ছি ৷”পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর বুথের সিপিআইএম প্রার্থী সুষমা সাউ৷ সিপিআইএমের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন । শরীর অসুস্থ্য দাবি করে মঙ্গলবার তিনি দাসপুর বিডিও অফিসে যাচ্ছিলেন মনোনয়ন প্রত্যাহার করতে ৷ সিপিআইএমের দাবি-“ওই প্রার্থীকে জোর করে তৃণমূল কংগ্রেস বিডিও অফিসে নিয়ে যাচ্ছিল মনোনয়ন প্রত্যাহারের জন্য”৷ সেই প্রার্থী বিডিও অফিসে আসে তিনটে বাজার কয়েক মিনিট আগে ৷ মনোনয়ন তুলে নেওয়ার জন্য পৌছালেই বিডিও অফিসের সামনে বাধা দেয় বাম সমর্থকরা। পুলিশ সেই সময় প্রার্থীকে উদ্ধারের চেষ্টা করে ৷ প্রার্থী জানায়- “সে মনোনয়ন প্রত্যাহার করবে, বিডিও অফিসে ঢুকতে চায়”৷পুলিশ ওই প্রার্থীকে অফিসের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তারপরেই শুরু হয়ে যায় পুলিশের সাথে বাম কর্মীদের খন্ডযুদ্ধ। ওই মহিলাকে নিজেদের হেপাজতে নিতে ধ্বস্তাধ্বস্তি চলে পুলিশ ও সিপিআইএম কর্মীদের মধ্যে ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct