আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রে এক সাবেক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদপ্রকাশের জেরে দুই সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে জড়িত থাকার অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন তিন আসামি। এদের মধ্যে দু’জন এরই মধ্যে গ্রেফতার হয়েছেন, একজন এখনো পলাতক।মার্কিন অ্যাটর্নি অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বছরের এপ্রিল ও মে মাসে নিউ হ্যাম্পশায়ারের দুই সাংবাদিকের বাড়িতে ইট ও বড় বড় পাথর নিয়ে হামলা চালিয়েছিলেন তিন সন্দেহভাজন। শুধু তা-ই নয়, এক রাজ্য থেকে আরেক রাজ্যে ওই সাংবাদিকদের পিছু নেওয়ারও ঘটনা ঘটিয়েছিলেন তারা।এসব অপরাধে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড ও ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে বলে জানিয়েছে অ্যাটর্নি অফিস।জানা যায়, নিউ হ্যাম্পশায়ার পাবলিক রেডিওর এক সাংবাদিক ২০২২ সালের মার্চ মাসে স্থানীয় এক সাবেক ব্যবসায়ীর বিরুদ্ধে যৌন হয়রানি ও অন্যান্য দুর্ব্যবহার সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। এতে সহযোগিতা করেন আরেক সাংবাদিক।বোস্টনের ডব্লিউবিইউআর পাবলিক রেডিও জানিয়েছে, সংবাদ প্রকাশের পর নিউ হ্যাম্পশায়ার পাবলিক রেডিওর সাংবাদিক লরেন চুলজিয়ান, তার বাবা-মা এবং সম্পাদক ড্যান ব্যারিকের বাড়িতে হামলা ও ভাংচুর চালানো হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct