আপনজন ডেস্ক: নাইজেরিয়ার লাগোস স্টেট ইউনিভার্সিটির ইতিহাসে সর্বোচ্চ সিজিপিএ পেয়ে রেকর্ড করলেন হিজাবি তরুণী আমিনাত ইউসুফ। বিশ্ববিদ্যালয়ের ৪০ বছরের ইতিহাসে তিনিই প্রথম সিজিপিএ ফাইভ নিয়ে স্নাতক সম্পন্ন করেছেন। আইন বিভাগ থেকে স্নাতক সম্পন্নকারী আমিনাত ইউসুফকে পাঁচ লাখ নাইজেরিয়ান নাইরা (মুদ্রার নাম) উপহার দেওয়া হবে। তিনি ২০২১-২২ সেশনে স্নাতক সম্পন্নকারীদের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী। তাঁর পরেই ফেইসিও লোপেজের স্থান। তিনি ফিজিওলজি বিভাগ থেকে ৪.৯১ সিজিপিএ নিয়ে স্নাতক সম্পন্ন করেছেন। লাগোস বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ইবিয়েমি ওলাতুনজি-বেলো আমিনাত ইউসুফকে অভিনন্দন জানিয়ে বলেন, এটা লক্ষ্যপূরণের প্রথম ইতিহাস। তা শিক্ষাগত ও পেশাদারিত্বের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা ইতিমধ্যে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বীকৃতি লাভ করেছি। উল্লেখ্য, এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২২ অনুসারে লাগোস নাইজেরিয়ার শ্রেষ্ঠ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টি ২০২২ সালে নাইজেরিয়ার বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রক সংস্থা এনইউসির ৯৬ শতাংশ শর্ত পূরণে সক্ষম হয়েছে। লাগোস বিশ্ববিদ্যালয় থেকে এ বছর ১০ হাজার ১৮৩ জন শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছেন, যাঁদের মধ্যে ২৮২ জন প্রথম বিভাগ পেয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct