আপনজন ডেস্ক: অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জাতীয় সাধারণ সম্পাদক মঈন আহমেদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ বছরের হজ যাত্রীদের অব্যবস্থা নিয়ে অভিযোগ জানিয়ে চিঠি লিখেছেন। তার লেখা একটি চিঠিতে অভিযোগ করেছেন যে অব্যবস্থাপনা সারা দেশের হজযাত্রীদের প্রভাবিত করেছে এবং কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক এই বিশৃঙ্খলার জন্য দায়ী। তিনি এ বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন। আহমেদ বলেন, আবেদন ফরম ইস্যু করা থেকে শুরু করে হজযাত্রীদের দেশে ফেরা পর্যন্ত পুরো দায়িত্ব ভারতের হজ কমিটির। দুর্বল ব্যবস্থার একমাত্র কারণ হ’ল ভারতের হজ কমিটির কাজে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের অপ্রয়োজনীয় হস্তক্ষেপ। এ বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মঈন আহমেদ বলেন, এটা বিস্ময়কর যে লোকসভা নির্বাচনের ঠিক আগে দেশের মুসলমানদের কাছে এ ধরনের বিষয় উঠে এসেছে। তাছাড়া হজ-২০২৩ এর ঘোষণা প্রায় চার মাস বিলম্বিত হওয়ার কারণে সবকিছু বিলম্বিত ও প্রভাবিত হয়েছে। আহমেদ অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী মোদীর নির্বাচনী এলাকা বারাণসী থেকে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে বারাণসী ও আশেপাশের জেলা থেকে তিন হাজারেরও বেশি হজযাত্রীকে লখনউ থেকে বিমানে উঠতে হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct