আপনজন ডেস্ক: গুগলের গোপনীয়তা নীতির কারণে গত বছর মোবাইল ফোনে কল রেকর্ড ফিচারটি বন্ধ করতে বাধ্য হয়েছিল ট্রুকলার। অ্যান্ড্রয়েড ফোনে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত ফিচার ট্রুকলার কল রেকর্ডার বন্ধ করেছিল। এর ফলে অনেক গ্রাহক রীতিমতো সমস্যায় পড়েছিল।তবে সেই সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুখবর আনল তারা।অবশেষে ট্রুকলার ফের কল রেকর্ডিং ফিচার চালু করেছে। যদিও এই সুযোগ সুবিধা সবাই পাবেন না। প্রিমিয়ার ক্যাটাগরিতে মিলবে এ ইফিচার। এর জন্য প্রতি মাসে অর্থ খরচ করতে হবে গ্রাহকদের। ট্রুকলার অ্যাপ রেকর্ডিংয়ের পাশাপাশি প্রিমিয়াম গ্রাহকদের বাড়তি আরও সুবিধা দেবে।অ্যাপটি রেকর্ড করা অডিও ফাইল সম্পর্কে ব্যবহারকারীকে নোটিফিকেশন পাঠাবে। পাশাপাশি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অ্যাপটি ভাষান্তর সুবিধাও দেবে। যদিও এই সুবিধে এখনই বিশ্বের সর্বত্রে পাওয়া যাবে না। এই পরিষেবাটি প্রাথমিকভাবে আমেরিকার গ্রাহকদের জন্য চালু হয়েছে। পরবর্তীতে এটি ইউরোপের বাজারে ছেয়ে। তারপর ভারতে এই ফিচারটি চালু করবে ট্রকলার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct