আপনজন ডেস্ক: চাইলেই আপনার স্মার্টফোন থেকে সহজেই কম্পিউটারে ছবি ভিডিও নামানো যায়। এর জন্য প্রথমে ব্লুটুথ, ইউএসবি কেবল ও গুগল ফটোজ ব্যবহার করতে পারেন। স্মার্টফোন ও পিসি উভয় ডিভাইসকে ব্লুটুথের মাধ্যমে যুক্ত করে ছবি ও ভিডিও আদান-প্রদান করা যায়। এ প্রক্রিয়ায় ফাইল ধীরগতিতে স্থানান্তরিত হয়। ফলে ব্লুটুথে অনেক ফাইল নামানো বিরক্তিকর এবং সময়সাপেক্ষ। তবে সবচেয়ে ভালো উপায় হচ্ছে গুগল ফটোজ। যে ই-মেইলের মাধ্যমে স্মার্টফোন চালু করা, ওই ই-মেইল পিসিতে সাইন-ইন করে ফটোজ অপশনে গেলে স্মার্টফোনে থাকা যাবতীয় ফটো ও ভিডিও পিসিতে দেখা যাবে। এখান থেকে ইচ্ছেমতো ছবি ও ভিডিও পিসিতে সংরক্ষিত রাখা যাবে। চাইলে স্মার্টফোনের জায়গা খালি করতে পিসি থেকেই ফোনের অপ্রয়োজনীয় ছবি ও ভিডিও মুছে ফেলা যাবে। ফোন থেকে উইন্ডোজ পিসিতে সহজেই ইউএসবি কেবলের মাধ্যমে ছবি নামানো যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct