নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম, আপনজন: দিন কয়েক বাদেই পঞ্চায়েত ভোট। তার আগে শাসকদলের চরম গোষ্ঠীকোন্দলে জেরবার চেয়ার ভাঙচুর অবরোধ বিক্ষোভ নন্দীগ্রামে। নন্দীগ্রামে ত্রিস্তর পঞ্চায়েতের বহু আসনে তৃণমূলের একের বেশি প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। দলের অনুমোদন না থাকা সত্ত্বেও মনোনয়ন জমা করা এমনই একঝাঁক প্রার্থী সোমবার দলীয় কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখালেন। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান দাউদ পুর অঞ্চলে তৃণমূলের একাংশ। তাদের অভিযোগ ব্লক সভাপতি টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটের টিকিট দিচ্ছেন,দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের টিকিট দেওয়া হচ্ছে,বিক্ষোভকারী এক তৃণমূলকর্মীর অভিযোগ, নির্বাচনের ঘোষণা হওয়ার পর দলের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়,যে অঞ্চল সভাপতি সহ ব্লক কমিটি যাকে নির্বাচন করবে,তাঁকেই টিকিট দেওয়া হবে। সেই মতো ১৮টা বুথের রেজুলেশন করে দেওয়ার পরেও তালিকায় থাকা প্রার্থীদের টিকিট দেওয়া হয়নি। একাধিকবার ব্লক অফিসে এসে প্রতীকের টিকিট চাইলেও তা দেওয়া হচ্ছে না। প্রসঙ্গত কয়েকদিন আগে টিকিট না পেয়ে নন্দীগ্রামের দলীয় কার্যালয় ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল সুফিয়ানের বিরোধী পক্ষ। তৃনমূল মুখাপত্র কুনাল ঘোষের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়। জেলা পরিষদের টিকিট থেকে বঞ্চিত হয় সেক সুফিয়ান। টিকিট না পেয়ে তৃণমূলের দলীয় কার্যালয় ঘিয়ে বিক্ষোভ দেখান সুফিয়ান অনুগামীরা। মহম্মদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ হাবিবুল জানান,বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ৯টি অঞ্চলকে নিজের বলে দাবি করেছিলেন। কর্মীদের টিকিট না দিয়ে শুভেন্দু অধিকারীকেই সুবিধা করে দিচ্ছেন ব্লক সভাপতি। এভাবে অঞ্চলগুলি হাত ছাড়া হয়ে গেলে দলের ক্ষতি হবে। অপর দিকে নন্দীগ্রামের তৃণমূলের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলছেন, দলে প্রার্থিতালিকা তৈরির সময় অনেক কারণ খতিয়ে দেখা হয়েছে। যাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্প ভাল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে মনে হয়েছে,টিকিট দেওয়ার ক্ষেত্রে তাঁদের প্রাধান্য দেওয়া হয়েছে। ’’এই গোটা ঘটনায় তৃণমূলের অন্দরে ব্যাপক আলোড়ন শুরু হয়েছে। ঘটনার পিছনে সুফিয়ানের প্রচ্ছন্ন মদত রয়েছে বলে তৃণমূলের একাংশের দাবি। তবে সুফিয়ান অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর মন্তব্য,আমি নিজে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করছি না। আমি নির্বাচনের কোনও অংশ নই। কে কোথায়,কী ভাবে কাকে টিকিট দিচ্ছে তা আমার জানার প্রয়োজন নেই। ’’ নন্দীগ্রামে প্রার্থী হওয়া নিয়ে তৃণমূলের অভ্যন্তরে এই দ্বন্দ্বে কটাক্ষ ছুড়েছেন বিরোধীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct