আপনজন ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আবারো নতুন করে হাজার হাজার অবৈধ বসতি নির্মাণ করতে চলেছে ইসরায়েল। এ লক্ষ্যে নতুন আবাসন ইউনিট নির্মাণ পরিকল্পনার অনুমোদনও দিয়েছে ভূখণ্ডটির ক্ষমতাসীন কট্টরপন্থী জোট সরকার। এতে করে সাড়ে চার হাজারেরও বেশি আবাসন ইউনিট নির্মাণ করতে পারবে ইসরায়েল। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কট্টরপন্থী জোট সরকার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে হাজার হাজার নতুন আবাসন ইউনিটের পরিকল্পনা অনুমোদন করেছে এবং গত ২৭ বছর ধরে মেনে চলা নানা পদক্ষেপকে পাশ কাটিয়ে অবৈধ বসতি নির্মাণ ত্বরান্বিত করার জন্য অতি-ডানপন্থী অর্থমন্ত্রীকে ক্ষমতাও দিয়েছে। পশ্চিম জেরুজালেম থেকে আল জাজিরার ইমরান খান বলেছেন, রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভায় অবৈধ বসতি নির্মাণের এই পদক্ষেপটিকে অনুমোদন করেছেন। একইসঙ্গে অবৈধ বসতি নির্মাণের সমর্থক অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে বসতি নির্মাণের জন্য ছয়-স্তরের প্রক্রিয়া বাইপাস করার অনুমতিও দেওয়া হয়েছে। আর এটি আন্তর্জাতিক আইনের অবৈধ বলে বিবেচিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct