আপনজন ডেস্ক: ভূমধ্যসাগরে গ্রিস উপকূলে অতিরিক্ত যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় তিন শতাধিক পাকিস্তানি মারা গেছেন। রোববার (১৮ জুন) এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাকিস্তান সেনেটের চেয়ারম্যান মুহম্মদ সাদিক সানজরানি। বিবৃতিতে সানজরানি বলেন, “ওই বিদেহী আত্মারা চির শান্তি পাক। এই বিধ্বংসী ঘটনাটি মানব পাচারের মতো ঘৃণিত কাজের নিন্দা ও এর সুরাহা করার জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরেছে। ”এ ঘটনার সঙ্গে জড়িত থাকা মানব পাচারকারীদের চিহ্নিত করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রোববার একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন এবং তার ঘোষণা অনুযায়ী সোমবার পাকিস্তানে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। ওই ভয়াবহ নৌকাডুবির ঘটনায় কতোজন পাকিস্তানির মৃত্যু হয়েছে গ্রিসের কর্তৃপক্ষ এখনও তা নিশ্চিত করেনি। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, নারী ও শিশুসহ প্রায় ৭৫০ জন অভিবাসন প্রত্যাশীকে বহনকারী মাছ ধরার নৌকাটি গত বুধবার দুপুররাত ১টার পর গ্রিসের দক্ষিণাঞ্চলীয় পাইলোস শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভূমধ্যসাগরে ডুবে যায়। এ ঘটনায় অন্তত ৭৮ জনের মৃত্যু হয় এবং শতাধিক মানুষকে উদ্ধার করা সম্ভব হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct