নিজস্ব প্রতিবেদক, বসিরহাট, আপনজন: বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলন। কালীঘাটের বৈঠকের পর রাজ্য তৃনমূল কংগ্রেসের গাইডলাইন অক্ষরে অক্ষরে মানতে হবে এবার আসরে জেলা তৃণমূল কংগ্রেস। বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান হাজী শেখ নুরুল ইসলাম সহ তৃণমূল নেতৃত্ব সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে নির্দল প্রার্থীদের বিরুদ্ধে কঠোর নির্দেশ দিলেন। মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে না হলে দল বিরোধী কাজের জন্য তাদেরকে বহিষ্কার করা হবে। এমনটাই জানালেন জেলা তৃণমূল কংগ্রেস। প্রথমে তাদেরকে বোঝানো হবে আগামীকাল ২০ই,জুন মনোনয়নপত্র প্রত্যাহার না করলে দল কঠোর ব্যবস্থা নেবে। এমনটাই জানালেন জেলা নেতৃত্ব পাশাপাশি বিরোধীদের অভিযোগ নমিনেশন জমা ও নমিনেশন প্রত্যাহার করতে হবে বিভিন্ন সময় ভয় হুমকি দেখানোর হচ্ছে শাসকদলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তৃণমূল কংগ্রেস। বিরোধীরা প্রায় ৭৩০০০ হাজার বুথে নমিনেশন জমা দিয়েছে সংখ্যাটা প্রায় দেড় লক্ষ্য। ত ২০১৮ সালের উল্টো ছবি ২০২৩ এ যেখানে সবাইকে নমিনেশন দেওয়ার আহ্বান জানিয়েছিল, রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নব জোয়ারের মধ্যে দিয়ে তিনি বলেছিলেন এবারে পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হবে শাসকসহ বিরোধী দলগুলো সবাই শান্তিপূর্ণভাবে নমিনেশন দিতে পারবে তথ্যসংখ্যা বিচারে ইতিমধ্যে বিরোধীরা প্রায় দেড় লক্ষ মনোনয়নপত্র জমা দিয়েছে। আজ যেখানে যেখানে দিতে পারিনি তাদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছে না হাইকোর্ট নির্দেশ থাকা সত্ত্বেও তাদের নমিনেশন জমা দিতে পারছে না প্রার্থীর। এমনটাই জানালেন বসিরহাট সাংগঠনিক তৃণমূলের জেলা নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct