রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে রুটমার্চ করা হচ্ছে। রুটমার্চ এই কারণেই করা হচ্ছে, যাতে পুলিশকে দিয়ে বিরোধীদের ভয় দেখানো যায়। রুটমার্চের নামে পুলিশ ভয় দেখাচ্ছে, মানসিক চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন কিছু কিছু জায়গায় পুলিশের পক্ষ থেকে রুট মার্চ করছে আসলে এগুলো কিছুই না যারা বিরোধী দলের প্রার্থী হয়েছে তাদের মানসিক প্রেসার দেয়া হচ্ছে এবং নাম ও ফোন নাম্বার নিয়ে তাদের মনোনয়ন প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছে। জোট প্রসঙ্গে বামেদের সঙ্গে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জোট হয়েছে তবে জেলা পরিষদের এখনো সেই রকম ভাবে সমস্যার সমাধান হয়নি। তবে যারা স্থানীয় নেতৃত্ব আছে তাদের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে। বিধানসভা ও লোকসভার ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে থাকে পঞ্চায়েত ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। সেক্ষেত্রে জোটের জট রয়েগেছে। নির্দল প্রার্থী প্রসঙ্গে অধীর বলেন, তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী যাতে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন, সেজন্য বসা হয়েছে। কিন্তু ১০-১২ হাজার নির্দল হতে পারে না। এত নির্দল কোথা থেকে এল। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে অধীর চৌধুরী বলেন, বাংলায় কংগ্রেসের বিরুদ্ধে কুত্সা করচে আবার দিল্লিতে গিয়ে কংগ্রেসের আইনজীবী নেতাদেরই ধরনা ধরছেন। এ প্রসঙ্গে তিনি শীর্ষ কংগ্রেস নেতাদের উদ্দেশে বলেন, মনু সিংভি দাঁড়ালে আমাদের বিড়ম্বনা বাড়বে। আমা আগে মনু সিংভিকে বয়কট করেছিলাম, আবারও বয়কট করতে প্রস্তুত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct