জ্বালাতন
সাদবিন ওবাইদা
নিস্তব্ধ নির্জন নেশা ভরা গভীর রাতে।
আমি বসে আছি অন্ধকার নীড়ে।
অবসর সময় নিঃসঙ্গতার ফুর্তিতে।
জীবন্ত প্রিয়জনকে নিয়ে ময়না তদন্ত একাকী মনে।
দমকা বাতাস অশরীরী কণ্ঠ কানে ভাসে;
কি ভেবে জানি না;
সে জানতে পারে।
প্রিয়জন জমা আদায় করে বসে
কহে তাঁরে ভুলে যেতে।
সাহুস করে সত্বেও বলি তাঁরে।
একটু ভুল করে দেখতি যদি মোরে।
এখনও অনুরাগ তোর গান বাঁধে!
কালকের ধৈর্য আজ গত?
তাঁর থাকা স্মৃতি ছবি;
সাঁতার কাটা শুরু করে,
সে হাসতে থাকে।
আমার একাকীত্বের উপর
জ্বালাতন শুরু করে.!!
তাঁর সুন্দর্য্যে বিভোর ব্যাকুল,সে কে?
জানতে ইচ্ছে করে;
স্মৃতি কেনো ভাসে ক্যানভাসে?
সত্যি হাসতে ভালোবাসি বাস্তবে!!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct