এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: উত্তর ২৪ পরগণার বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী ১৮০ জন কর্মী দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, এমনই অভিযোগ পেয়ে সোমবার সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে বৈঠক করে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার এর কাছে স্মারকলিপি প্রদান করলো বনগাঁ শহর ‘আইএনটিটিইউসি৷’ এ দিন উপস্থিত ছিলেন অল বেঙ্গল সিকিউরিটি এন্ড অ্যলায়েড ওয়ার্কমেন ইউনিয়ন এর রাজ্য সম্পাদক শুভজিৎ মৈত্র, বনগাঁ সাংগঠনিক জেলা ‘আইএনটিটিইউসি’র সভাপতি নারায়ণ ঘোষ, রাজ্য আইএনটিটিইউসির বর্ষীয়ান শ্রমিক নেতা প্রদীপ কুন্ডু, রাজ্য অ্যাম্বুলেন্স ইউনিয়নের সভাপতি অসীম ধর, বনগাঁ শহর আইএনটিটিইউসি র সভাপতি সমীর ঘোষ চৌধুরী, ব্লক সভাপতি অমিত বসু প্রমুখ ৷ বনগাঁ সাংগঠনিক জেলা ‘আইএনটিটিইউসি’র সভাপতি নারায়ণ ঘোষ জানান ‘১৮ ই জুন হাসপাতালের অস্থায়ী কর্মীদের সংগঠন ‘অল বেঙ্গল সিকিউরিটি এন্ড অ্যলায়েড ওয়ার্কমেন ইউনিয়ন’ এর পক্ষ থেকে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতাল ইউনিটের সদস্যরা বনগাঁ শহর ‘আইএনটিটিইউসি’র সভাপতিকে লিখিতভাবে জানান তাঁরা বিভিন্ন সংস্থা দ্বারা পরিচালিত হওয়ায় বছরের পর বছর বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, যেমন প্রত্যেক মাসে সঠিক সময়ে সঠিক বেতন না পাওয়া, অতিরিক্ত কাজ করিয়ে অতিরিক্ত মজুরি না দেওয়া, দীর্ঘদিন ধরে পিএফ বন্ধ রাখা ইত্যাদি ৷ দীর্ঘদিনের এই সমস্যাগুলি যাতে দ্রুত সমাধান হয় সেজন্য অনুরোধ জানান ৷’ অভিযোগ পেয়ে হাসপাতালের সমস্ত অস্থায়ী কর্মচারীদের সমস্যার কথা বিস্তারিত জানতে সোমবারই বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে ওই সমস্ত কর্মীদের নিয়ে সভা করেন বনগাঁ শহর ‘আইএনটিটিইউসি ৷’ সভা শেষে ‘আইএনটিটিইউসি’র রাজ্য নেতৃত্বদের উপস্থিতিতে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার এর কাছে হাসপাতালের অস্থায়ী কর্মীদের সমস্যা সমাধানের লক্ষ্যে একগুচ্ছ দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে তাঁরা ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct