নিজস্ব প্রতিনিধি, হাওড়া, আপনজন: সম্প্রতি মহিষাদল রাজ কলেজের প্রানিবিদ্যা বিভাগ, শারীরবিদ্যা বিভাগ, দীনদয়াল উপাধ্যায় কৌশল কেন্দ্র এবং হাওড়ার এক সংস্থা লিভ অ্যান্ড লেট লিভ এর যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল এক ক্যান্সার সচেতনতামূলক আলোচনাসভা৷ গত 16 ই জুলাই 2023, এই আলোচনাসভার মূল বক্তা হিসেবে ছিলেন চিত্তরঞ্জন ন্যাশনার ক্যান্সার ইন্সটিটিউটের টিউমার ও ভাইরোলোজি বিভাগের প্রাক্তন প্রধান ডঃ রামদাস চ্যাটার্জী মহাশয় এবং মহিষাদল রাজ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান শুভময় দাস l অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ l
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct