নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: রাজভবনের পিস রুম পরিদর্শন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কথা বললেন সংশ্লিষ্ট আধিকারিক দের সঙ্গে। কি ভাবে কাজ করা হচ্ছে , কাজের ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ,সমস্ত বিষয় আলোকপাত করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিলেন যে সমস্ত অভাব অভিযোগ আসছে, সেটা দ্রুত নিষ্পত্তি করার জন্য ।রাজ্য প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশনকে অবগত করা হচ্ছে কিনা তা নিজেই যাচাই করে দেখলেন। কোনো রকমের ত্রুটবিচ্যুতি যাতে না থাকে। সাধারণ মানুষের সমস্যা যাতে শীঘ্রই সমাধান হয় তার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে জানানোর নির্দেশ দেন রাজ্যপাল। পরে সাংবাদিক দের প্রশ্নের উত্তরে তিনি জানান যে বাহুবলিরা মনোনয়ন পত্র জমা দিতে দিচ্ছে না। সাধারণ মানুষ যাতে তাদের অভাব অভিযোগ জানাতে পারে , তার জন্যই এই পিস রুম খোলা হয়েছে। এটা কন্ট্রোল রুম নয়। তাকে যারা অভিযোগ করেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। একজন এম পি অভিযোগ এনেছেন আমরা সেটা পুলিশ প্রশাসন কে জানিয়েছি বলে রাজ্যপাল জানান। রাজভবন সাধারণ মানুষের অভিযোগ কে সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এই পিস রুম। এটা কন্ট্রোল নয় বলে জানান তিনি। রাজ্যপাল জানান যে পিস রুমের দায়িত্বে আছেন সন্দীপ রাজপুত ।যিনি সমস্ত বিষয় দেখাশুনা করছেন। যারাই এই পিস রুমে অভিযোগ জানাচ্ছেন ই- মেল বা ফোন করে,সঙ্গে সঙ্গে সেটা নথিভুক্ত করা হচ্ছে। তাদের সঙ্গে কথা ও বলছেন আধিকারিকরা। রাজ্যপাল জানান যে গতকাল একজন সাংসদ অভিযোগ করেছেন। সেটা রাজ ভবনের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন কে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, যে রাজ ভবনের সাধারণ মানুষের অভিযোগ কে গুরুত্ব সহকারে সঠিক সময় সঠিক জায়গায় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হচ্ছে। যাতে সমস্যার দ্রুত নিষ্পত্তি হয়। কোনো মানুষ যাতে তার অধিকার থেকে বঞ্চিত না হয়। তার জন্যই এই পিস রুম করা হয়েছে বলে জানান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে রাজ্যপাল এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করার বিষয়ে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এদিন রাজ্যপাল বলেন, রাজ্যের রাজ্যপালের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব তিনি পালন করছেন। মনে রাখতে হবে যে রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করে। বলে হালকা চড়া সুরে বলেন তিনি। রাজ্যপালের পরিষ্কার বক্তব্য রাজ্যপাল কোনো হস্তক্ষেপ করছে না। শুধুমাত্র নিজের দায়িত্ব পালন করছেন।সাধারণ মানুষের যেটা চাইছেন তিনি সেটাই করছেন। তবে এই পরিস্থিতিতে সবাইকে একসঙ্গে মিলে কাজ করা দরকার বলে জানান তিনি। এদিন রাজ্যপাল কে বিজেপি এজেন্ট বলার বিষয় নিয়ে ও মুখ খুলেন তিনি। রাজ্যপাল বলেন সমস্ত রাজনৈতিক দলের নিজের বক্তব্য রাখার অধিকার রয়েছে। তারা তাদের কথা বলতেই পারে। তবে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আমাকে আমার ভূমিকা পালন করতেই হবে। অনেক জায়গায় গুজব ছড়ানো হচ্ছে। যে রাজ্যপাল নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন ।সেটা ঠিক নয়।তিনি জানান যে, ইতিমধ্যে বহু অভিযোগ জমা পড়েছে। শনিবার থেকে প্রায় ৫০০ কাছাকাছি অভিযোগ জমা পড়েছে। সেটা খতিয়ে দেখে সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি বলেন যে আমি রাজ্যের মানুষের কাছে দায়বদ্ধ । তাই তাদের স্বার্থে তাদের নিরাপত্তার জন্যই এই পিস রুম করা হয়েছে বলে জানান । তিনি আরো জানান, যে এই সমস্ত অভিযোগের লিংক সংশ্লিষ্ট আধিকারিক দের পৌঁছে দেওয়া হচ্ছে যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায় । রাজ্যের পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর বিষয়ে তিনি বলেন যে আমি প্রত্যক্ষদর্শী দের সঙ্গে কথা বলেছি। সেটা নিয়েই আমি পদক্ষেপ গ্রহণ করার কথা বলছি। আমি কোনো সিদ্ধান্ত নিচ্ছি না বলে পরিষ্কার ভাবে জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি এদিন জানান যে চারদিকে মানুষের মধ্যে ভয়ের বাতাবরণ রয়েছে। এটা একটা ক্রাইসিস এর সময়। এখন একসঙ্গে মিলে সবাই কে কাজ করতে হবে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করার সময় নয় এখন বলে জানান তিনি। তিনি বলেন, শান্তিপূর্ন এবং অবাধ নির্বাচনের জন্য প্রস্তুতি দরকার। সেটা যদি বাইরে থেকে বাহিনী নিয়ে এসে করতে হয়। তাহলে সেটা নিয়ে আসা প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। রাজ্য নির্বাচন ও রাজ্য সরকারের সুপ্রিম কোর্ট যাওয়ার বিষয় নিয়ে তিনি বলে যে দেশে আইন আদালত রয়েছে। এটাই প্রমাণ করে। তবে হাই কোর্ট একটা নির্দেশ দিয়েছেন। সেটা আর আমার বলার অপেক্ষা রাখে না। পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ন ভাবে হাওয়া উচিত বলে আমি মনে করি বলে জানান রাজ্যপাল। তার পরিষ্কার বক্তব্য নির্বাচনকে সুস্থ ও অবাধ করার জন্য যা যা করার দরকার সেটা করা উচিত বলে তিনি মনে করেন ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct