নিজস্ব প্রতিনিধি, বাগদা, আপনজন: বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিল বাগদা পঞ্চায়েত সমিতির বিজেপির এক প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য সহ ৭০টি পরিবার। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী মাসের ৮ তারিখ ঘোষণা হয়েছে পঞ্চায়েত নির্বাচন। চলতি মাসের ১৫ তারিখ শেষ হয়েছে মনোনয়ন পত্র জমা। তারই আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল বাগদা পঞ্চায়েত সমিতির বিজেপির এক প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য সহ ৭০ টি পরিবার। বনগাঁয় তৃণমূলের জেলা কার্যালয়ে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের হাত ধরে দলীয় পতাকা তুলে নিলেন বিজেপির ওই প্রাক্তন পঞ্চায়েত সমিতির ওই সদস্য হারাধন বাঘ। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে যোগাযোগ করছিল এই বার ওকে বিজেপি থেকে টিকিট ও দিতে চেয়েছিল কিন্তু ও গ্রহণ করেনি। শিক্ষিত ছেলে আগামী দিনে দলের হয়ে কাজ করবে। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কারী হারাধন বাঘ বলেন বিজেপি একটি উসৃঙ্কল দল ওখানে থেকে কোন কাজ করা যায় না। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হয়ে মানুষের কাজ করতে এই সিদ্ধান্ত।এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল বলেন ওখানে সত্যর জন বা সাতজন আছে কিনা সন্দেহ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct