আপনজন ডেস্ক: ইডেন তাদের প্রতিশ্রুতি পূরণ করলে ফিনল্যান্ডের মতো তারাও ন্যাটো সদস্য হতে পারে। তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী শনিবার এ কথা বলেছেন। ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের পর ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে ইয়াসার গুলার সামরিক জোটের ‘খোলা দরজা’ নীতির প্রতি সমর্থন প্রকাশ করেন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের পরিপ্রেক্ষিতে সুইডেন ন্যাটোতে যোগ দিতে চাইছে। অন্যদিকে ৭০ বছরেরও বেশি সময় ধরে তুরস্ক ন্যাটোর সদস্য। বিশেষ করে সুইডেনে পিকেকে সন্ত্রাসী সংগঠনের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নর্ডিক দেশটির সদস্য হওয়ার প্রক্রিয়া অবরুদ্ধ করে রেখেছে তুরস্ক। এর আগে চলতি বছর ফিনল্যান্ডের ন্যাটো বিড অনুমোদন করেছে তুরস্ক। কিন্তু সুইডেনের বিডকে আটকে রেখেছে তারা। প্রথমবারের মতো প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বৈঠকে অংশগ্রহণের মূল্যায়ন জানতে চাইলে গুলার বলেন, বৈঠকে আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। ন্যাটো নেতারা ১১-১২ জুলাই লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে মিলিত হবেন। মিত্ররা দীর্ঘ যাত্রার জন্য ইউক্রেনের প্রতি সমর্থন বাড়াবে এবং প্রতিরোধ ও প্রতিরক্ষা আরো শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct