প্রশিক্ষণ কেন্দ্রে আপত্তিকর পোশাকে একসঙ্গে যোগা করছিলেন বিভিন্ন বয়সের মহিলা ও পুরুষ। তখন ইরানি পুলিশ সেখানে হানা দিয়ে তাদের আটক করে। ঘটনাটি ঘটে ইরানের উত্তর গর্গান শহরে অননুমোদিত যোগা সেন্টারে। সেখান থেকে এক শিক্ষকসহ ৩০ শিক্ষার্থীকে আটক করে ইরানি পুলিশ। আটকের সময় জানা গিয়েছে, আটক যোগা প্রশিক্ষক রাষ্ট্রস্বীকৃত লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সেখানে ক্লাস নিচ্ছিলেন। তিনি ইনস্টাগ্রামে এই যোগা ক্লাসের প্রচার চালাতেন। পরে বিষয়টি পুলিশের নজরে আসলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। কর্তব্যরত পুলিশ কর্মকর্তা মাসউদ সোলেমানি জানান, অংশগ্রহণকারীদের পোশাক যেমন 'আপত্তিকর' ছিল, তেমনি তাদের আচরণও ছিল 'আপত্তিকর'। প্রচলিত আইনানুযায়ী আটক শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইরানে যোগা ক্লাসের অনুমতি রয়েছে। তবে তা কঠোর নজরদারিতে থাকে। ক্লাসে শিক্ষা প্রদান করবেন সরকারের অনুমোদনপ্রাপ্ত শিক্ষকরা। আর যোগা ক্লাস অবশ্যই মহিলা-পুরুষের জন্য পৃথক হতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct