ওবাইদুল্লা লস্কর, জয়নগর, আপনজন: মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য কার্যত শাসকদলের অভিনব কৌশল দেখা গেলো। নির্দল প্রার্থীর বাড়িতে গিয়ে বৃদ্ধ মায়ের হাতে সাদা থান কাপড় ও ফুলের মালা ও মিষ্টি দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জয়নগর থানার অন্তর্গত চালতা বেরিয়া গ্রাম পঞ্চায়েতের গ্রামে। দক্ষিণ ব্যানার্জী চকের ২৫৩ নম্বর বুথের বাম সমর্থিত নির্দল প্রার্থী সুব্রত গায়েন মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে ই ভয়ে এলাকা ছাড়া বাম সমর্থিত নির্দল প্রার্থী সুব্রত গায়েন। সুব্রতর বাড়িতে কয়েকজন যায় এবং তার বৃদ্ধ মায়ের হাতে সাদা থান ও ফুলের মালা দিয়ে হুমকি দিয়ে আসে। কার্যত নিরাপত্তায় হীনতায় ভুগছে বাম সমর্থিত নির্দল প্রার্থীর পরিবার। পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন পরিবারের। সুব্রত গায়েনের প্রতিবেশী পুতুল সর্দার জানান, গতকাল এলাকা বেশ কয়েকজন সুব্রতর বাড়িতে গিয়ে তার বৃদ্ধ মার হাতে সাদা কাপড় ও ফুল ও মিষ্টি দিয়ে গেছে এবং সুব্রত বৃদ্ধ মাকে হুমকিও দিয়েছে যে ছেলেকে ভোট নিয়ে মাতামাতি করতে বারণ করবেন ও এই সমস্ত জিনিস নিজের বৌমাকে দিয়ে দেবে। পাশাপাশি আমাকেও হুমকি দিয়ে গেছে যে আমার স্বামীকে ভোট নিয়ে যাতে বেশি মাতামাতি না করে এমনকি শাসানি দিয়ে বলে গেছে আমার স্বামীর ডানা ছিটে দেবে ওরা। এই ঘটনার পর থেকে কার্যত আমরা ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছি। কার্যত শাসক দলের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা তথা ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান চণ্ডীচরণ সরদার তিনি বলেন, এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন। নির্দল কোন দলের ঠিক নেই ওর কথা আমরা বলতে পারব না। আমরা ইতিমধ্যেই আমাদের প্রার্থীদের দেয়াল লিখন আমরা শেষ করে দিয়েছি এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবে। অপূর্ব প্রামানিক দক্ষিণ ২৪ পরগনার সিপিএমের জেলা কমিটি সদস্য তিনি বলেন , শাসক দলের চোখ রাঙানি ও সন্ত্রাসকে উপেক্ষা করে বহু প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে এমনকি হাসপাতালে ভর্তি ছিল বহু প্রার্থী হাসপাতালে থেকেও বহু প্রার্থী গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য শাসকদলের নেতাকর্মীরা প্রতিনিয়ত চাপ দিচ্ছে প্রার্থীদের। শাসকদলের ভয়ে এলাকা ছাড়া বহু প্রার্থী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct