আপনজন ডেস্ক: নিজের প্রিয় তারকাকে একবার কাছ থেকে দেখার স্বপ্ন কারই–বা নেই! লিওনেল মেসির ভক্তদের এই তৃষ্ণাটা বোধ হয় একটু বেশিই। ফিফার আন্তর্জাতিক ফুটবলের এবারের সূচিতে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচও সেটাই জানান দেয়। বেইজিংয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে দলটির খেলা দেখতে আকাশচুম্বী দামের টিকিট কিনে গ্যালারি টইটম্বুর করেছে মেসির চীনা ভক্তরা। আর্জেন্টিনার পরের প্রীতি ম্যাচটি ইন্দোনেশিয়ার সঙ্গে, এশিয়ার দেশটিতেই। এ ম্যাচ নিয়ে রোমাঞ্চের কমতি ছিল না। কিন্তু মেসি যখন ঘোষণা দিলেন, তিনি সেই ম্যাচে খেলবেন না, অমনি রোমাঞ্চে পড়েছে ভাটা। সেখানকার অনেক ফুটবলপ্রেমী তথা মেসি–ভক্তই এ নিয়ে হতাশার কথা বলেছেন। মেসি–ভক্তদের কেউ কেউ আবার শুধু গ্যালারি থেকে প্রিয় তারকাকে দেখে তৃপ্ত হতে পারেন না। তাঁকে একবার ছুঁয়ে দেখার ইচ্ছা হয়। নিরাপক্তার বেড়াজাল ডিঙিয়ে, জেল–জরিমানার ঝুঁকি নিয়ে মাঠে নেমে পড়ে মেসিকে জড়িয়ে তাঁর কোনো ভক্তের জড়িয়ে ধরার দৃশ্য এর আগে ফুটবল মাঠে অনেকবারই দেখা গেছে। এর সর্বশেষটি দেখা গেছে পরশু বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে, অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে। সবার চোখ ফাঁকি দিয়ে নিরাপত্তাবেষ্টনী টপকে সোজা মাঠে ঢুকে পড়েছিলেন মেসির এক চীনা ভক্ত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct