আপনজন ডেস্ক: এবার কৌশলগত পারমাণবিক অস্ত্র বেলারুশে মোতায়েন করা হয়েছে বলে এদিন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আঞ্চলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লেই এ অস্ত্র তারা ব্যবহার করবে বলে জানিয়ে দিলেন পুতিন। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট জানান, এ বছর গ্রীষ্মকাল শেষে পারমাণবিক অস্ত্র মোতায়েনের প্রক্রিয়া পুরোপুরি শেষ হবে। সোভিয়েত ইউনিয়নের পতন হওয়ার পর এই প্রথম অন্য কোনো দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করল রাশিয়া। এর আগে অস্ত্র মোতায়েনের বিষয়টি নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়েছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে পুতিনের এই ঘোষণার পর তৎপরতা শুরু হয়েছে গোটা ইউরোপজুড়ে। এরইমধ্যে পুতিনের এই মন্তব্যের জেরে ইউক্রেন প্রেসিডেন্ট বারে বারে আলোচনায় বসছেন ইউরোপের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct