মনিরুজ্জামান, বারাসাত, আপনজন: বৃহস্পতিবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের ৩৮ নম্বর আসনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন বিগত পাঁচ বছর দক্ষতার সঙ্গে জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষের গুরুদায়িত্ব পালন করে আসা একেএম ফারহাদ। শুক্রবার থেকেই তিনি নেমে পড়লেন ভোট প্রচারে। জন্মস্হান খড়িবাড়ি আন্দুলিয়া গ্রামের জামে মসজিদে শুক্রবারের জুম্মার নামাজের পর গ্রামের বাড়ি গিয়ে সাধারণ মানুষের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে দেখা যায় তাঁকে। বারাসাত-২ নম্বর ব্লকের দাদপুর,কীর্ত্তিপুর -১ নম্বর এবং কীর্ত্তিপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত জেলা পরিষদের ৩৮ নম্বর আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে শুক্রবারের পবিত্র দিনে মানুষের দুয়ারে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যব্যাপী উন্নয়নের খতিয়ান নিয়ে ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়েন।বিগত পাঁচ বছর জেলা পরিষদের কর্মাধ্যক্ষের গুরুদায়িত্ব পালনের সাথে সাথে পুরো রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন রাজ্য সভাপতি হিসাবে দলীয় নির্দেশ মতো সবরকমের কর্মসূচি পালন করে চলেছেন বি একেএম ফারহাদ। প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল ও প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করে কাজের মানুষ হিসাবে পরিচিত ফারহাদ জানান, দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এগিয়ে চলেছি। পাশাপাশি সুব্রত বক্সী, মন্ত্রী ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, কাকলি ঘোষদস্তিদাকে ধন্যবাদ জানাছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct