আপনজন ডেস্ক: ব্রেইন টিউমার হচ্ছে এমন একটি অবস্থা যখন মানুষের মস্তিষ্কে অস্বাভাবিক কোষ তৈরি হয়। এই মস্তিষ্কের টিউমারগুলো বিভিন্ন ধরণের যেমন সৌম্য এবং ম্যালিগন্যান্ট। এগুলো প্রাথমিক বা গৌণ হতে পারে। মানসিক চাপ, প্রবল মাথা যন্ত্রণা, অত্যধিক বমি, ভুলে যাওয়ার মতো উপসর্গ যদি ঘন ঘন হতে থাকা মস্তিষ্কে টিউমারের উপসর্গ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মোট ২ লক্ষ ৬০ হাজার মানুষ প্রতি বছর ব্রেন টিউমারে আক্রান্ত হন। অন্যান্য রোগের মতোই এই ধরনের টিউমার হওয়ারও কিছু সম্ভাব্য কারণ রয়েছে। বিভিন্ন ধরনের রাসায়নিকজাত সামগ্রীর সংস্পর্শে দীর্ঘ দিন ধরে থাকার ফলে, মস্তিষ্কে টিউমারের ঝুঁকি বাড়ে। ধোঁয়া, দূষণ তো আছেই, সেই সঙ্গে রাসায়নিক উপাদান মিশ্রিত প্রসাধনীর ব্যবহার থেকেও এমন হতে পারে। তাই বাজার চলতি প্রসাধন সামগ্রী বেশি ব্যবহার না করাই ভাল। পরিবারে কোনও ক্যানসার রোগী থাকলে সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। ব্রেন টিউমার বলে নয়, শরীরের বিভিন্ন অংশে বাসা বাঁধতে পারে ক্যানসার। যেকোন বয়সে হতে পারে টিউমার। তবে চিকিৎসকরা জানাচ্ছেন, কম বয়সীদের চেয়ে বয়স বাড়লে মস্তিষ্কে টিউমার হওয়ার ঝুঁকি বেশি থাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct