নিজস্ব প্রতিনিধি, নববারাকপুর, আপনজন: ডেঙ্গু বিজয় অভিযান কে সামনে রেখে নিউ বারাকপুর পুরসভার জনস্বাস্থ্য ও জঞ্জাল অপসারণ বিভাগের দায়িত্ব প্রাপ্ত ডেঙ্গি ভেক্টর কন্ট্রোল মনিটরিং ইউনিটের সুপারভাইজার, বাড়ি বাড়িস্বেচ্ছাসেবক,স্বাস্থ্যকর্মী,আশাকর্মী, নির্মল সাথী, সাফাইকর্মী থেকে স্প্রে কর্মীদের নিয়ে হাতে কলমে এবং প্রজেক্টারে প্রশিক্ষণ দিল রাজ্য নগর উন্নয়ন সংস্থার (সুডার) দায়িত্ব প্রাপ্ত আধিকারিক এমটোলজিস্ট ডাঃ পারমিতা মুখোপাধ্যায়। ডেঙ্গু মুক্ত শহর গড়ে তুলতে প্রজেক্টের মাধ্যমে সচেতনতা সতর্কবার্তা সহ তেল স্প্রে করার পদ্ধতি বিস্তারিত আলোকপাত করেন এদিন শ্রীমতি মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা,ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস, পুরসভার স্বাস্থ্য অধিকর্তা ডাঃ শংকর সিংহ রায়, পুর প্রতিনিধি সুদীপ ঘোষ, মনোজ সরকার, শোভা রায়, বেবী চক্রবর্তী, আরতি দাস মল্লিক, স্যানিটারি ইন্সপেক্টর ধীরাজ নন্দী প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct