আপনজন ডেস্ক: শুক্রবার জনসভায় মমতা বলেন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শান্তিপূর্ণ। তার মতে বিরোধী দল সিপিআই (এম), কংগ্রেস, বিজেপি এবং আইএসএফ মনোনয়ন প্রক্রিয়ার সময় এক বা দুটি ঘটনার জন্য আমাদের দোষারোপ করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার জোর দিয়ে বলেন যে বাংলায় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শান্তিপূর্ণ এবং বিরোধী দলগুলি “এক বা দুটি বিপথগামী” ঘটনাকে ইস্যু করার চেষ্টা করছে। রাজ্যপাল সি ভি আনন্দ বোস ভাঙ্গোর পরিদর্শনের পর পরই সি ভি আনন্দ বোস বলেন, রাজ্যে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটাতে হবে। রাজ্যপাল আরও বলেন যে তিনি ইতিমধ্যেই মমতার সাথে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। যদিও মুখ্যমন্ত্রীর মতে, ‘বাংলা ছাড়া আর কোনও রাজ্য নেই যেখানে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া এত শান্তিপূর্ণ। বিরোধী দল সিপিআই (এম), কংগ্রেস, বিজেপি এবং আইএসএফ মনোনয়ন প্রক্রিয়া চলাকালীন এক বা দুটি ঘটনার জন্য আমাদের দোষারোপ করার চেষ্টা করছে। দুই মাস ব্যাপী চলা ‘তৃণমূল এর নবজোয়ার’ এর সমাপনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে মমতা বিজেপি ও সিপিআই (এম)-এর সঙ্গে জোট করার জন্য কংগ্রেসের সমালোচনা করেন। মমতা আরও বলেন, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল কংগ্রেস জাতীয়ভাবে তাদের সমর্থন করবে বলে আশা করা উচিত নয়। এর আগে রাজ্যপাল ভাঙ্গোরের পরিস্থিতি পর্যালোচনা করে সাংবাদিকদের বলেন বাংলার কিছু অংশে কিছু ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ ঘটেছে। তিনি বলেন, “আমি তাদের সম্পর্কে আমার অনুমান তৈরি করেছি। কোনও সহিংসতা সহ্য করা হবে না এবং আমাদের এটি শেষ করতে হবে,”।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct