আপনজন ডেস্ক: সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে চলছে তীব্র সংঘাত। দেশটিতে ‘গণহত্যার’ জন্য জনসম্মুখে সুদানের আধাসামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) কে দায়ী করেছিলেন পশ্চিম দারফুরের গভর্নর খামিস আবাকার। এ ঘটনার পরপরই বুধবার অপহরণ করে হত্যা করা হয় তাকে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সুদানের দারফুর অঞ্চলের গভর্নর মিনি আর্কো মিনাউই জানিয়েছেন, একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই খামিস আবাকারকে হত্যা করা হয়। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, অসংখ্য বেসামরিক জনগণ মারা যাচ্ছে। খামিসের মৃত্যুর বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। তবে সরকারি ২ সূত্র জানিয়েছে, এ হত্যার পেছনে আরএসএফ দায়ী।সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ভিডিওতে দেখা গেছে, আরএসএফ ইউনিফর্ম পরিহিত একদল লোক উঠিয়ে নিয়ে যাচ্ছে তাকে। এমন ‘নৃশংস কাজের’ জন্য সুদানের সেনাবাহিনীও দায়ী করছে আরএসএফকে। সেনাবাহিনী থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই হত্যাকাণ্ডটি আরএসএফ-এর বর্বর অপরাধের রেকর্ডে একটি ‘নতুন অধ্যায়’ যোগ করলো। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আধাসামরিক বাহিনী আরএসএফ। প্রায় ২ মাস ধরে সুদানের পশ্চিম অংশ সংঘর্ষে উত্তাল। সেনাবাহিনী ও আরএসএফের এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু বেসামরিক জনগণ, দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। দেশটির খার্তুম, কর্দোফান ও দারফুর অঞ্চলের অবস্থা সবচেয়ে শোচনীয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct