আপনজন ডেস্ক: একটা সম্পর্কে ঝগড়া থাকাটা খুবই স্বাভাবিক। তবে বেশিরভাগ ঝগড়া অল্পতে মিটে যায়।তবে কিছু কিছু ঝগড়ার রেশ থাকে অনেকদিন। ঝগড়ার পর কেউ কারও সাথে কথা বলছেন না । কিন্তু বেশি সময় এরকম হলে পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যেতে পারে। বাড়তে পারে দূরত্বও। ঝগড়া পর কথা শুরুর কিছু কৌশল জেনে রাখতে পারেন। পারলে সঙ্গীকে ফোনে একটা মেসেজ করতে পারেন। তাতে লাভ সাইনের ইমোজিগুলি দিতে পারেন। মনে রাখবেন, মেসেজটা যত রোম্যান্টিক হবে, ততই আপনার মনের মানুষের মন নরম হবে। আপনি যদি একটু সৃজনশীল হন তাহলে দু-চার লাইন কবিতা লিখে পাঠালে অপরপক্ষের বরফ গলবে দ্রুত। তবে মিটমাট হওয়ার পর ঝগড়ার আর কারণ খুঁজতে যাবেন না। তাহলে ফের ঝগড়া শুরু হতে পারে। ঝগড়া মেটাতে পারলে সঙ্গীকে একটা ফোন করুন। সে ফোন রিসিভ করলে আগে সরি দিয়ে শুরু করুন। দেখবেন, বরফ গলে জল হয়ে গিয়েছে।তারপর মনের কথা খুলে বলুন। সম্ভব হলে কিছুক্ষণ গল্প করুন। ঝগড়া কেন হয়েছে, কী কারণে হয়েছে এসব কিছু নিয়ে আর কথা বাড়াবেন না। আপনি কেন সরি বলবেন এটা ভেবে সময় নষ্ট করবেন না। সম্পর্কে এতে ইগো থাকা ঠিক নয়। সম্ভব হলে এক বাক্স চকোলেট দিয়ে সরি বলুন, তাতে সম্পর্কের মিষ্টতা বাড়বে।ঝগড়ার পর দুজনেরই মন খারাপ থাকে। সেক্ষেত্রে দুজনে মিলে ডিনার বা লাঞ্চ ডেটে যেতে পারেন। চাইলে কফি ডেটেও যেতে পারেন। দুজনে একসঙ্গে বসুন, কথা বলুন। দেখবেন একসঙ্গে সময় কাটালে ভুল বোঝাবুঝি মিটে যাবে। ঝগড়া হয়েছে বলে যে সারা জীবন কথা বলবেন না, তা তো নয়। বরং সব কিছু ভুলে মন খুলে কথা বলুন। নতুন ভাবে সম্পর্কটা শুরু করুন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct