আপনজন ডেস্ক: আপনি যদি ফেসবুকে অনলাইনে থাকলে আপনার সঙ্গে যুক্ত বন্ধুরা আপনার প্রোফাইল ছবির ওপর সবুজ ডট চিহ্ন দেখতে পায়। সবুজ ডট চিহ্ন আপনি অফলাইনে নাকি অনলাইনে সেটি নির্দেশ করে। যেহেতু আপনার প্রোফাইল ছবির ওপর সবুজ ডট চিহ্ন দেখা যাচ্ছে, এর অর্থ আপনি ফেসবুকে সক্রিয় রয়েছেন। আপনি হয়তো ফেসবুকে অনলাইনে জরুরি কাজ করছেন, কেউ আপনাকে অনলাইন দেখে মেসেঞ্জারে নক করতে পারে। কেউ কেউ ফোন করতে পারে। এতে আপনার জরুরি কাজে ব্যাঘাত ঘটে। এ সমস্যার সমাধান চাইলে ফেসবুকে সক্রিয় থেকেও অফলাইন দেখানো যায় বা নিজেকে গোপন রাখা যায়। তবে এই সুবিধা পেতে হলে আপনাকে একটু মেহনত করতে হবে। এই সুবিধাটি পেতে হলে প্রথমে ফেসবুক অ্যাপের প্রোফাইল আইকনে চাপুন। এবার সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন থেকে সেটিংস অপশনে যান। নিচের দিকে অডিয়েন্স ও ভিজিবিলিটি অপশনে গিয়ে ‘একটিভ স্ট্যাটাস' চাপুন। ‘শো হোয়েন ইউ আর অ্যাকটিভ’ অপশনে ক্লিক করুন। এবার ফেসবুকে ফিরে যান। খেয়াল করে দেখুন আপনি অনলাইনে থাকলেও আপনার প্রোফাইল অফলাইন শো করছে। হয়ে গেল মুশকিল অআসান। কেউ আর আপনাকে অকারণে বিরক্ত করবে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct