সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই শাসকদলের মধ্যে টানটান উত্তেজনা ছিল কারা প্রার্থী পাবে আর কারা পাবে না, পঞ্চম দিনে রাজ্য থেকে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের তালিকা প্রকাশ করা হলেও দক্ষিণ জোনের কোন প্রার্থীর নামের তালিকা ঘোষণা করা হয় না, তার পরেই তৃণমূল কর্মীরা ভেঙ্গে পড়ে কারা হবে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এর প্রার্থী। দীর্ঘ সময় পরে জলঙ্গি ব্লকের উত্তর জোনের পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। গত নির্বাচনের জয়ী দুইজন সদস্যেরই নাম আসে, বাকি ১৩ জনের নতুন প্রার্থী করা হয় পঞ্চায়েত সমিতিতে। সেই তালিকায় নাম রয়েছে বিদায়ী পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা সরকার, বিদায়ী ত্রাণ কর্মাধ্যক্ষ তাসলিমা নাসরিন। যদিও উত্তর জোনের পঞ্চায়েত সমিতির প্রার্থীর তালিকা ঘোষণা হলেও দক্ষিণ জোনের প্রার্থীর তালিকা ঘোষণা হয়না। এমনকি গোটা ব্লকের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী তালিকা প্রকাশ না হলেও। তৃণমূলের ব্লক সভাপতির নেতৃত্বে একাধিক গ্রাম পঞ্চায়েতের নমিনেশন জমা করেন। যদিও থেমে থাকেনি তৃণমূলের ওপর গোষ্ঠী, তৃণমূল কংগ্রেসের অপর গোষ্ঠীর সমর্থকরা ডিসিআর কাটতে লাইনে দেখা যায় ।
একদিনে সম্ভব হবে সম্পূর্ণ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত এর প্রার্থীদের নমিনেশন পত্র জমা করা। পঞ্চম দিনে জলঙ্গি ব্লকের পঞ্চায়েত সমিতিতে বামেরা ৩০ আসনে তারা ৩৬ টা নমিনেশন জমা দিয়েছেন বলে সূত্রে জানা যায়। তৃণমূল করেছেন পাঁচ টা পঞ্চায়েত সমিতিতে।অন্যদিকে গ্রাম পঞ্চায়েত নমিনেশনে এগিয়ে রয়েছেন বামেরা।২২৯ বাম, ১৩১ তৃণমূল গ্রাম পঞ্চায়েতে নমিনেশন করা হয়েছে। শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই যারা টিকিট পাইনি তারা ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসের যোগদান শুরু হয়েছে। তেমনি জলঙ্গী ব্লকের ফরিদপুর অঞ্চলের শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতৃত্বরা জাতীয় কংগ্রেসে যোগদান করেন। বৃহস্পতিবার শেষ দিন নমিনেশনের তবে পারবে কি? তৃণমূলের গোষ্ঠী কোন্দল এড়িয়ে সমস্ত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে প্রার্থীদের নমিনেশন পত্র জমা করতে। ব্লক সভাপতি বনাম বিধায়ক একাধিকবার গোষ্ঠী কোন্দল দলের প্রকাশ্যে এসেছে। বুধবার যখন ব্লক সভাপতির নেতৃত্বে নমিনেশন জমা করছেন তাদের সম্ভবত প্রার্থীদের। ঠিক সেই সময় বিধায়ক অনুগামীরা ডিসিআর কাটার লাইনে ভিড় জমাই । অনেকেই নমিনেশন জমা করেন বলেও জানা যায়। তবে প্রকৃত তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রার্থী কে হচ্ছেন সেটা নিয়ে ধুঁয়াসা রয়েছে দলের অন্দরে। শাসক দলের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বৃহস্পতিবার একদিনে সমস্ত আসনে নমিনেশন জমা করতে আদৌ কি পারবে সেটাই দেখার। বৃহস্পতিবারই অনেকেই তৃণমূল ছেড়ে কংগ্রেসের টিকিটে নমিনেশন জমা করবেন বলে সূত্রে জানা যায়। এদিনের নমিনেশন ঘিরে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছিল যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে নমিনেশন দেওয়া নিয়ে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়ায় পঞ্চাম দিনের নমিনেশন জমা শেষ হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct