রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: লালগোলায় প্রার্থী তালিকা প্রকাশ হতেই দ্বন্দ্ব তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে। প্রার্থী তালিকায় নাম নেই জেলা পরিষদের সদস্য হজরত উমরের। তার বদলে নাম রয়েছে মোতাহার হোসেনের। আর তার জেরেই প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করল তৃণমূলের নশিপুর এলাকার নেতা ও কর্মীরা ।বুধবার পথ অবরোধও করে বিক্ষোভ দেখান। এদিন লালগোলার তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দলীয় কর্মীরা। অভিযোগ মোতাহার হোসেন রিপন কেবমাত্র জেলা পরিষদের প্রার্থী তাই নয় তাঁর স্ত্রীকেও পঞ্চায়েত সমিতির প্রার্থী করা হয়েছে। এক পরিবার থেকে এত পদ কেন এই নিয়েও উঠেছে প্রশ্ন। অন্যদিকে কান্দি, ভরতপুরে বিধায়ক বনাম সভাপতির দ্বন্দ্ব প্রকাশ্যে। টিকিট না পেয়ে বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিক্ষোভ দেখাল কান্দি থানার অন্তর্গত কুমার ষন্ড গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতা কর্মীরা। দলীয় সূত্রে জানা গিয়েছে বুধবার যাদের নমীনেশন করার কথা ছিল সকালে হটাৎ জানতে পারে, তাদের নাম বাদ দিয়েছে কান্দির বিধায়ক । তার পরিবর্তে সিপিএম এবং কংগ্রেসের লোক কে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছে কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলে অভিযোগ করেন কান্দি ব্লক মাদার তৃণমূল কংগ্রেসের সম্পাদক হাবিবুর রহমান। ডাঙ্গাপাড়া পার্টি অফিসে সামনে বিক্ষোভ দেখান। এছাড়াও কান্দি তৃণমূলের ব্লক সভাপ্রতি বাগবুল হোসেনের অনুগামী হওয়ায় প্রার্থী থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই আবহের মধ্যেই পঞ্চায়েত সমিতির প্রার্থীর সুযোগ পেয়েও সরে দাঁড়ালেন কান্দি ব্লক তৃণমূল সভাপতি বাগবুল হোসেন । যদিও এ নিয়ে মন্তব্য করতে চাননি কান্দি তৃণমূল ব্লক সভাপতি। বাগবুল হোসেন বলেন, মানুষের স্বার্থে আমি পঞ্চায়েত সমিতির প্রার্থী থেকে সরে দাড়াচ্ছি। তবে দলে থেকে মানুষের হয়ে কাজ করে যাব। ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবিরের অভিযোগ সভাপতি টাকার বিনিময়ে টিকিট দিচ্ছে। পাল্টা সভাপতি মুস্তাফিজুর রহমানের অভিযোগ বিধায়ক টাকার বিনিময়ে পঞ্চায়েতের টিকিট দিচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct