মনিরুজ্জামান, কলকাতা, আপনজন: ২০২৩ সালের সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (নিট) পরীক্ষায় ভয়েস পাবলিক স্কুল তার সাফল্যের নিশান উড়িয়েই চলেছে। এবার এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪২ জন ছাত্রছাত্রী নিট পরীক্ষায় সফল হয়েছে।এইসব সফল ছাত্রছাত্রীরা কলকাতা সহ রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পেতে চলেছে। গতবার ভয়েস থেকে ৬৫ জন ছাত্রছাত্রী নিট পরীক্ষায় সফল হয়েছিল।এবার গতবারের থেকে কম ছাত্রছাত্রী থাকলেও সাফল্য বেশি বলে দাবি কতৃপক্ষের।ভয়েস থেকে এবছর সর্বোচ্চ রাঙ্ক করেছে ইসরাত পারভিন।তার প্রাপ্ত নম্বর ৬৪২, সর্বভারতীয় রাঙ্ক ৯২১১। দক্ষিণ ২৪ পরগনার উস্তির কাছু গ্রামের তায়েবুর রহমান হালদারের সন্তান ইসরাত।দ্বিতীয় রাঙ্ক করেছে সাহেব পারভেজ। তার প্রাপ্ত নম্বর ৬৪০,সর্বভারতীয় রাঙ্ক ১০২৯৩। দক্ষিণ দিনাজপুরের রসুলপুর শিবকৃষ্ঞাপুর কুসমান্ডির পেশায় কৃষক রফিকুল ইসলামের সন্তান সাহেব। ৬২৩ নম্বর পেয়ে সর্বভারতীয় রাঙ্ক ১৬৮০৭ করেছে মালদার কালিয়াচক বাবুলবোরার ইয়াসিন আলীর সন্তান আফরোসা ইয়াসমিন। ৬১৮ নম্বর পেয়ে সর্বভারতীয় রাঙ্ক ১৯৩৯৫ করেছে বর্ধমানের মেমারি কুচুটের আব্বাস মিদ্দার সন্তান রসিয়া সুলতানা। ৬০৯ নম্বর পেয়ে সর্বভারতীয় রাঙ্ক ২৩৮৯৩ করেছে মুর্শিদাবাদের নওদার ত্রিমোহিনীর মরহুম আহাসান আলী মন্ডলের সন্তান ডালিয়া পারভিন। ভয়েসের কলকাতার তারাতলায় ছেলেদের এবং সায়েন্স সিটির কাছে উত্তর পঞ্চানন তলায় মেয়েদের জন্য ক্যাম্পাস আছে।দুটো ক্যাম্পাসই আবাসিক।ভয়েস পাবলিক স্কুলের সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস “আপনজন” কে বলেন,সবাই ভালো ফল করেছে। এত ভালো রাঙ্ক করেছে। ছাত্রছাত্রীরা নিজেরা পরিশ্রম করেছ।এটা সেই পরিশ্রমের ফল।সবই ছাত্রছাত্রী এবং শিক্ষকদের ক্রেডিট।আমরা ভালো কাজের সুযোগ দিচ্ছি, ওরা সেই সুযোগকে কাজে লাগিয়ে সাফল্য পাচ্ছে। তিনি আরও বলেন, এখানে সব কাস্টের ছাত্রছাত্রীরা থাকে।এখানে স্কলারশিপও দেওয়া হয়। আমরা ওদের আগামী দিনের উজ্জ্বল সাফল্য কামনা করি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct