সেখ মহম্মদ ইমরান, কেশপুর, আপনজন: দুর্নীতিগ্রস্ত এবং বাতেলাসর্বস্ব নেতার জায়গা নেই নতুন তৃণমূলে। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের সভা থেকে এই বার্তা দিয়ে ‘নতুন তৃণমূল’ কেমন হবে, তার উদাহরণও তুলে ধরেছিলেন তৃণমূল যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুই পরিবারের তিন জনকে তিনি তুলে এনেছিলেন মঞ্চে। তাঁদের এক জন সক্রিয় ভাবে কোনও রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক নন বলেই দাবি করেছিলেন অভিষেক। অন্য দু’জন সম্পর্কে স্বামী-স্ত্রী এবং দলের তৃণমূল স্তরের কর্মী। এবার সেই স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন দু’জনকে আসন্ন পঞ্চায়েত ভোটে প্রার্থী করল তৃণমূল। বুধবার দলের তরফে জানানো হয়েছে শেখ হসিনুদ্দিন ও মঞ্জু দলবেরা কেশপুর এলাকার যথাক্রমে কলাগ্রাম ও গোলাড় গ্রাম পঞ্চায়েতের প্রার্থী। সেদিনের সভায় উপস্থিত অভিষেক বলেছিলেন, হসিনুদ্দিনের মতো লোকেরাই তৃণমূলের মুখ হতে চলেছেন। এঁদেরই আমরা স্বীকৃতি দেব। করেকম্মে খাওয়ার দিন শেষ।’’ পাশাপাশি, গোলাড় গ্রাম পঞ্চায়েতের সদস্য মঞ্জু দলবেরা এবং তার স্বামী, তৃণমূল বুথ সভাপতি অভিজিৎ দলবেরাকে মঞ্চে ডেকে ভূয়সী প্রশংসা করেন অভিষেক। জানান, এমন কর্মীদের দলের তিনি সাধারণ সম্পাদক, এটা ভেবেই গর্ব অনুভব করছেন। এদিন মনোনয়নপত্র জমা দিয়ে মঞ্জু দলবেরা বলেন, আমাকে টিকিট দেওয়ার জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ। দল ভালো বুঝেছে বলেই আমাকে টিকিট দিয়েছে। আমি দলের জন্য কঠোর পরিশ্রম করতে রাজি আছি। আমার দায়িত্ব পালন করার চেষ্টা করবো। অন্যদিকে, সেখ হোসিনুদ্দিনকে প্রার্থী ঘোষণা করলেও শারীরিক সমস্যার কারনে তিনি প্রার্থী হিসেবে বুধবার মনোনয়নে হাজির হননি । বৃহস্পতিবার মনোনয়ন দিতে পারে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct