আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: বীরভূমে দাপুটে নেতা অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে বন্দি তিহার জেলে। অনুব্রতহীন বীরভূমে তৃণমূল কংগ্রেসকে পরিচালনা করার জন্য দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গঠন করে দিয়েছেন। এমত অবস্থায় এই কোর কমিটিতে স্থান পেয়েছে নানুরের দাপুটে নেতা কাজল শেখ। তাই এবারে কাজল শেখের রাজনীতি জীবনে প্রথম জেলা পরিষদের প্রার্থী। কিন্তু এবারে বাদ গেলেন নানুরে আরেক তৃণমূল নেতা অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত আব্দুল কেরিম খান। পঞ্চম দিনে বোলপুর মহকুমা প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন কাজল শেখ। কাজল শেখ নানুরে তৃণমূল কংগ্রেসের দক্ষ সংগঠনিক। কিন্তু অনুব্রতর আমলে তৃণমূল কংগ্রেসের কোন বড় দায়িত্ব পান নি। তিহার জেলে বন্দি থাকায় অনুব্রত মন্ডল ফের খবরে শিরোনামে কাজল শেখ। এছাড়া আজকে মনোনয়নপত্র জমা দিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তিনিও প্রাক্তন জেলা পরিষদের সভাপতি। বীরভূমে নানুরের রাজনীতি বরাবরই খবরের শিরোনাম কারণ এবারে কাজল শেখ নিজে জেলা পরিষদের প্রার্থী। কাজল শেখ বলেন অনুব্রত মণ্ডল আমার রাজনীতি র গুরু এবং অভিভাবক। কাজল শেখ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন দলের জন্য তিনি জীবন দিতে প্রস্তুত। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কাজল শেখ সব কিছু বিসর্জন দিতে পারেন। তিনি আরো বলেন, আমি অনুব্রত মণ্ডলের শীর্ষ। বিরোধীদের উদ্দেশ্যে বলেন যদি মানুষের মধ্যে কেউ বিরোধ সৃষ্টি করে, মানুষের মধ্যে কেউ দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়, ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই তাহলে গুরু দেওয়া স্লোগান খেলা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct