আপনজন ডেস্ক: চরমভাবাপন্ন আবহাওয়ার প্রভাবে গত চার দশকে ইউরোপে প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয়েছে। এ সময় অর্থনৈতিক ক্ষতি হয়েছে ৫৬ হাজার কোটি ইউরোরও বেশি। বুধবার (১৪ জুন) ইউরোপীয় পরিবেশ সংস্থা (ইইএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ১৯৮০ থেকে ২০২১ সালের মধ্যে বন্যা, ঝড়, তাপ প্রবাহ, শৈত্যপ্রবাহ, দাবানল ও ভূমিধসের কারণে প্রায় এক লাখ ৯৫ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। সর্বশেষ তথ্যানুসারে, তাপপ্রবাহের কারণে এদের ৮১ শতাংশের মৃত্যু হয়েছে। ১৫ শতাংশ আর্থিক ক্ষতির কারণও একই। ক্ষয়ক্ষতির মধ্যে ৩০ শতাংশ বীমাকৃত বলে জানানো হয় প্রতিবেদনে। যার পরিমাণ মোট ক্ষতি ৫৬ হাজার কোটি ইউরোর তুলনায় মাত্র ১৭ হাজার কোটি ইউরো। এদিকে ২০২২ সালের গ্রীষ্মে বারবার তাপপ্রবাহের কারণে ইউরোপে স্বাভাবিকের চেয়ে বেশি মৃত্যু দেখা গেছে। ওই সব তথ্য বুধবার প্রকাশিত হিসাবে অন্তর্ভুক্ত নয়। ইইএ বলেছে, ২০১৬-২০১৯ সালের মাসপ্রতি গড় তুলনায় ২০২২ সালের জুলাই মাসে ৫৩ হাজার বেশি মৃত্যু হয়েছে, যা ১৬ শতাংশ বেশি। অবশ্য সব মৃত্যুর জন্য অতিরিক্ত তাপ দায়ী নয়। তবে জুন-আগস্ট মাসে তাপজনিত কারণে স্পেনে চার হাজার ৬০০ জনের বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct