আপনজন ডেস্ক: লিওনেল মেসির পিএসজি–অধ্যায় এখন অতীত। গত সপ্তাহেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক জানিয়ে দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেবেন। গত ডিসেম্বরে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পর থেকেই পিএসজির সঙ্গে মেসির সম্পর্কটা ভালো যাচ্ছিল না। চুক্তি নবায়ন নিয়ে জটিলতা দেখা দিয়েছিল; সম্পর্কটা একেবারে তলানিতে পৌঁছে যায় পিএসজি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে টানা দ্বিতীয়বারের মতো বিদায় নেওয়ার পর। সমর্থকেরাও মেসিকে সহ্য করতে পারেননি। বারবার পিএসজি ম্যাচে গ্যালারি থেকে দুয়োর শিকার হয়েছেন তিনি। ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে মেসি দুই বছরের চুক্তিতে যোগ দেন পিএসজিতে। আর্জেন্টাইন তারকা পিএসজিতে প্রাপ্য সম্মানটা পাননি, এমনটাই মনে করেন ক্লাবটির আরেক তারকা কিলিয়ান এমবাপ্পে। ইতালির সংবাদমাধ্যম ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ত’কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পের দাবি, মেসির মতো খেলোয়াড়ের আরও অনেক বেশি সম্মান প্রাপ্য ছিল। মেসি পিএসজি ছেড়ে চলে যাচ্ছেন—এটা কখনোই ভালো খবর হতে পারে না। মেসিকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারই মনে করেন এমবাপ্পে। এমবাপ্পে অবাক হয়ে লক্ষ করছেন মেসি পিএসজি ছাড়াতে অনেকেই নাকি বেশ খুশি, ‘আমি বুঝতে পারছি না মেসি পিএসজি ছাড়ায় অনেকেই বেশ খুশি। মেসি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তিনি পিএসজি ছাড়ছেন, এটা কখনোই ভালো খবর হতে পারে না ক্লাবের জন্য। আমি তো মনে করি মেসি কখনোই পিএসজিতে তাঁর প্রাপ্য সম্মান পাননি। ’ কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা–ফ্রান্স ম্যাচ ছিল এক অর্থে মেসি বনাম এমবাপ্পের লড়াই। সেই লড়াইয়ে মেসির কাছে টাইব্রেকারের ভাগ্য–পরীক্ষায় হারতে হয়ে এমবাপ্পেকে। ফাইনাল নির্ধারিত ও অতিরিক্ত সময় অমীমাংসিত ছিল ৩–৩ গোলে। ৮১ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা ২–০ গোলে এগিয়ে থাকলেও এমবাপ্পের জোড়া গোলে ফ্রান্স ম্যাচে ফেরে। অতিরিক্ত সময়ে মেসি গোল করে দলকে আবারও এগিয়ে দিলেও এমবাপ্পে হ্যাটট্রিক করে স্কোরলাইন ৩–৩ করে ফেলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct