আপনজন ডেস্ক: ইউনিফর্ম সিভিল কোড নিয়ে নতুন করে পরামর্শ চেয়েছে কেন্দ্রীয় আইন কমিশন। পূর্ববর্তী ২১ তম আইন কমিশন বলেছিল যে দেশে এই পর্যায়ে ইউসিসি প্রয়োজনীয় বা কাম্য নয়। ভারতের ২২তম আইন কমিশন বুধবার ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) নিয়ে সাধারণ মানুষ ও বিভিন্ন ধর্মীয় সংগঠনসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের কাছ থেকে নতুন করে পরামর্শ চেয়েছে। পূর্ববর্তী ২১ তম আইন কমিশনও বিষয়টি পরীক্ষা করেছিল এবং তার আবেদনের মাধ্যমে স্টেক হোল্ডারদের মতামত চেয়েছিল। পূর্ববর্তী কমিশন ২০১৮ সালের আগস্টে “পারিবারিক আইনের সংস্কার” সম্পর্কিত একটি পরামর্শপত্রও জারি করেছিল। কিন্তু ২২ তম আইন কমিশন ইউসিসি নিয়ে সাধারণ মানুষ ও ধর্মীয় সংগঠনের মতামত চেয়েছে। তারা জানায় যে আগ্রহী এবং ইচ্ছুকরা নোটিশ দেওয়ার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আইন কমিশনে তাদের মতামত উপস্থাপন করতে পারেন। যেহেতু এই কনসালটেশন পেপার জারির তারিখ থেকে তিন বছরেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, বিষয়টির প্রাসঙ্গিকতা এবং গুরুত্ব বিবেচনা করে এই বিষয়ে আদালতের বিভিন্ন আদেশের কথা মাথায় রেখে ভারতের ২২ তম আইন কমিশন এই বিষয়ে নতুন করে আলোচনা করা সমীচীন বলে মনে করেছে। ২২তম আইন কমিশন, যা সম্প্রতি তিন বছরের মেয়াদ বাড়িয়েছে, আইন ও বিচার মন্ত্রকের পাঠানো একটি রেফারেন্সের ভিত্তিতে ইউসিসি সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা শুরু করেছে।সেই অনুযায়ী ভারতের ২২তম আইন কমিশন ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে সাধারণ মানুষ এবং স্বীকৃত ধর্মীয় সংগঠনগুলির মতামত ও ধারণা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যারা এই ইউসিসি সম্পর্কে মতামত দিতে আগ্রহী বা ইচ্ছুকরা নোটিশ দেওয়ার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আইন কমিশনে তাদের মতামত উপস্থাপন করতে পারেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct