বাবলু প্রামানিক, বাঁশদ্রোণী, আপনজন: বাঁশদ্রোণীর ব্রহ্মপুর শিশু ভারতী র পক্ষ থেকে সৃজন বিদ্যাপীঠের জন্য চারটি সিলিং ফ্যান এবং শিশুদের জন্য ষাটটি ছাতা বিতরণ করা হয়। সুন্দরবনের চুনাখালী এলাকায় আমঝড়ায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়টি পরিচালনা করে স্বেচ্ছাসেবী সংস্থা “হরিনাভি সৃজন’। সংস্থার কর্ণধার প্রাক্তন ভারতীয় ফুটবলার শ্রী রূপক চৌধুরীর উপস্থিতিতে শিশুদের হাতে সকালে টিফিনও তুলে দেওয়া হয়। আদিবাসী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া এই শিশুদের বিদ্যালয়ে কোন ফ্যান ছিল না। ছাতার ব্যবস্থা করা হয়েছে শিশু ভারতী সংগঠন দ্বারা। পানীয় জলের সূরাহার জন্য শিশু ভারতী সংগঠনের পক্ষ থেকে দুটি ডিসপেন্সার সঙ্গে জল দেওয়া হয়। শিশু ভারতীর পক্ষ থেকে সভাপতি সন্দীপ ঘোষ দস্তিদার মহাশয় “হরিনাভি সৃজন” কে ধন্যবাদ জানান। এবং ভবিষ্যতে পাশে থাকার অঙ্গীকার করেন। আমরা ব্রহ্মপুর শিশু ভারতী যেন এভাবেই সামাজিক আরও কাজ করে যেতে পারি সেই ইচ্ছে রইলো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct