সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: মঙ্গলবার বীরভূম জেলা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয় এবং তারা অভিযোগ করেন সাঁইথিয়া রামপুরহাট সহ জেলার বিভিন্ন স্থানে মনোনয়ন পত্র জমা করতে গিয়ে শাসক দলের হাতে কংগ্রেস নেতৃত্ব সহ প্রার্থী ও কর্মীগণ আক্রান্ত হচ্ছে। কংগ্রেসের এক প্রতিনিধি দল বীরভূম জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে এই অভিযোগ জানান। এদিন দাবি জানান যে, মনোনয়নপত্র যেন নির্বিঘ্নে দিতে পারে তারজন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি মৃনাল কান্তি বসু জানান নির্বাচন ঘোষণার পরেই রামপুরহাট দু’নম্বর ব্লকের দলীয় সভাপতি শাহজাহান আলীকে দুষ্কৃতীরা তার গাড়ি ভাঙচুর ও নির্যাতন চালায়। পারুই থানার কুষ্টিকুড়ির আনারুল শেখের বাড়িতে গতকাল ভয় এবং অত্যাচার করা হয়। প্রার্থীপদ প্রত্যাহারের জন্য। এদিকে আজ সাঁইথিয়ায় কংগ্রেসকে মনোনয়ন পত্র জমা দিতে বাধা সৃষ্টি করে তৃণমূলের লোকজন। সেই সাথে দলীয় প্রার্থী,কর্মী সহ নেতৃত্ব দানকারীদের বেধড়ক মারধর করে যার ফলে বীরভূম জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক রথীন সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং নমিনেশন করতে আসা প্রার্থীগণ আক্রান্ত হন বলে কংগ্রেসের অভিযোগ।উক্ত ঘটনার প্রেক্ষিতে দলীয় প্রার্থী ও কর্মীদের নিরাপত্তা,অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন,২০১৮ সালের নির্বাচনের দিন গুলি যেন ফিরে না আসে তার হস্তক্ষেপ কামনা করেন কংগ্রেস নেতৃত্ব।সাক্ষাৎকারীদের উপস্থিতিতে ঘটনার ক্রম অনুযায়ী সাঁইথিয়া ও মাড়গ্রাম থানার ওসি দের ফোন করে বিষয়টি দেখার নির্দেশ দেন এবং কংগ্রেস নেতৃত্বকে আশ্বস্ত করেন যার পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতৃত্ব পুলিশ সুপারের এরূপ ব্যবহারে সন্তোষ প্রকাশ করেন।এদিন পুলিশ সুপারের সাথে সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি মৃণাল বসু, রাজ্য কংগ্রেস সদস্য সঞ্জয় অধিকারী,প্রদেশ কংগ্রেস সম্পাদক দেব কুমার দত্ত, জেলা কমিটির সহ-সভাপতি অপূর্ব চৌধুরী,সিউড়ি বিধানসভা আই এন টিইউ সি সভাপতি নৃত্য হরি চ্যাটার্জী প্রমুখ নেতৃত্ব। একান্ত সাক্ষাৎকারে আজকের ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি মৃনাল কান্তি বসু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct