আপনজন ডেস্ক: অবশেষে বলিউডে অভিনয় জগতে পা রাখতে চলেছে শাহরুখ খানের মেয়ে সুহানা খান। নেটফ্লিক্স প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে সুহানা খানের প্রথম ছবি ‘দ্য আর্চিস'-এর দ্বিতীয় পোস্টার। মেয়ের এই সাফল্যে গর্বিত শাহরুখ খান। মেয়ের নতুন ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শাহরুখ লেখেন, ‘আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম, আর্চিসের ভিডিও ক্যাসেট ভাড়া নেওয়ার জন্য আর্চিস ডাইজেস্ট অগ্রিম বুক করতাম। তাই এটি আমার জন্য মধুর স্মৃতি। এই ছবির সব শিল্পী ও কলাকুশলীদের জন্য আমার শুভকামনা এবং ভালোবাসা রইল।’শোনা যাচ্ছে, প্রখ্যাত অভিনেতা ও পরিচালক ফারহান আখতারের বোন জোয়া আখতারের পরিচালিত এই মিউজিকাল ছবিতে ‘ভেরোনিকা' চরিত্রে অভিনয় করছেন সুহানা। 'দ্য আর্চিস’ছবিতে সুহানা খানের পাশাপাশি রয়েছেন বলিউডের আরও অনেক তারকাদের পরিবারের সদস্যরা।এদের মধ্যে রয়েছেন- শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি, শ্বেতা নন্দার ছেলে অগস্ত্য নন্দা। এছাড়াও মিহির আহুজা, ডট, বেদাং রায়না, যুবরাজ মেন্ডার মতো অনেক নতুন মুখ দেখা যাবে ছবিটিতে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct