আপনজন ডেস্ক: দিনের পর দিন ত্বকের অবহেলার কারণে ব্রণ, ট্যান, ব়্যাশ, লালচেভাব, কালচে দাগছোপের মতো নানা রকম সমস্যা দেখা দেয়। এতে স্বাভাবিক সৌন্দর্যে দেখা দেয় ঘাটতি। ত্বকের এই সব সমস্যা থেকে মুক্তি দিতে পারে টক দই। নিয়মিত টক দইয়ের প্যাক মাখলেই,ত্বকের নানা সমস্যার সমাধান মিলবে। টক দই ব্যবহারে ত্বক হাইড্রেট থাকে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ে। টক দইয়ের ফেস মাস্ক বানাতে প্রথমে এক টেবিল চামচ টক দইয়ের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট পরে হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস মাস্ক ত্বককে হাইড্রেট করে, ত্বকের প্রদাহ কমায়। এছাড়া টক দইয়ের সঙ্গে ওটমিল মিশিয়ে নিন। স্নানের সময় এটি বডি স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। এই স্ক্রাব ত্বকের মৃত কোষ দূর করবে। ফলে দেহের ত্বক আরও নরম ও মসৃণ হয়ে উঠবে। টক দইয়ের শসা মেশাতে পারেন। শসা গ্রেট করে এক টেবিল চামচ দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। চোখের নীচের অংশে দই-শসার মিশ্রণটি লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। এতে চোখের ফোলাভাব এবং কালো দাগছোপ কমবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct