জাহেদ মিস্ত্রী, বোদরা, আপনজন: ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগনার বসিরহাটে প্রচার কর্মসূচি সেরে যাত্রার ৪৮ তম দিনে তাঁর নিজ জেলায় প্রবেশ করেছিলেন, ভাঙড়ের ঘটকপুকুর বাজারে তাঁকে স্বাগত জানানো হয়।মঙ্গলবার বিকেলে ঘটকপুকুর বাজারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাগত জানানোর জন্য কেবলমাত্র দলীয় কর্মীরাই অপেক্ষা করেছিলেন তা নয়, প্রচুর প্রবীণ নাগরিক, মহিলা, শিশু এবং যুবকরাও এদিন হাজির হয়েছিলেন।তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জনগণের সঙ্গে মত বিনিময় করেন, তাঁদের বিভিন্ন প্রয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর রোড শো শুরু করেন যা ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের অধীনে ভাঙড়ের বোদরায় শেষ হয়।দু মাস ব্যাপী জন সংযোগ যাত্রার লক্ষ্য নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ২৫ এপ্রিল শুরু হয়েছিল তৃণমূলে নব জোয়ার। আর সেই কর্মসূচিতে বিশাল সাফল্য মিলেছে। প্রতিটি বর্ণ, ধর্ম এবং সম্প্রদায়ের মানুষেরা এই যাত্রায় যোগ দিয়েছিলেন এবং তাঁদের সমস্যা এবং অভিযোগ তাঁদের নেতার সঙ্গে ভাগ করে নিয়েছেন, যার দ্রুত প্রতিকার এবং সমাধানের প্রতিশ্রুতি অনেকের মুখে হাসি এনেছে। মঙ্গলবার বিকেলেও, দলীয় কর্মীরা তাঁদের নেতার এক ঝলক পাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন, দাবি করেন যে তাঁরা এখন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দলের কর্মসূচিগুলি নিয়ে বিশেষভাবে আগ্রহী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct