আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: নদিয়ায় তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগ বঙ্গজননীর জেলা সহ সভাপতির। পঞ্চায়েতের আগে কার্যত শাসকদলের অস্বস্তি বাড়িয়ে জাতীয় কংগ্রেসের যোগদান করলেন নদিয়ার চাপরা ব্লকের তৃণমূলের বঙ্গজননীর জেলা সহ-সভাপতি শুক্লা সাহা। যার ফলে রীতিমতো অসস্তিতে পড়তে পারে জেলা তৃণমূল নেতৃত্ব বলে ধারণা রাজনৈতিক মহলের একাংশের। শুক্লা সাহা চাপড়া এলাকায় একজন সমাজসেবী ও সাংগঠনিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। উল্লেখ্য, বিগত দিনে তাঁর হাত ধরেই চাপড়া ব্লকে তৃণমূলের নারীশক্তি বঙ্গ জননী সংগঠনের প্রসার লাভ করে। পাশাপাশি শক্তিশালী হয় তৃণমূলের মহিলা সংগঠন। এবং সাংগঠনিক ভাবে দূরদর্শীতা ও একজন সুসংগঠক হিসেবে খুব অল্প সময়ের মধ্যেই বঙ্গ জননীর জেলা সহ-সভাপতি হিসেবে তাঁকে মনোনীত করে তৃণমূল নেতৃত্ব। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে নেত্রী শুক্লা সাহার মতো একজন সাংগঠনিক নেতৃত্বের দলত্যাগের ঘটনা শাসক মহলে অসস্থির কারণ হতে পারে বলে মনে করছে বিভিন্ন মহল। মঙ্গলবার দুপুরে কংগ্রেসের চাপরা ব্লক সভাপতির উপস্থিতিতে ৫০০ জন কর্মী সমর্থক নিয়ে সরাসরি কংগ্রেসের যোগদান করলেন শুক্লা সাহা। তাঁর হাতে অনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন চাপড়া ব্লক কংগ্রেস নেতৃত্ব। যোগদানের পর শুক্লা সাহা বলেন, বর্তমানে দলীয় কার্যকলাপ থেকে আমাদেরকে কোণঠাসা করে দেওয়া হয়েছিল। এমনকি রাজনৈতিক মিটিং মিছিল বা বিভিন্ন দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার প্রসঙ্গেও কোন কিছুই জানানো হতো না দলীয় উচ্চতর নেতৃত্বের পক্ষ থেকে। প্রতিনিয়ত তাঁরা দলের কাছে মূল্যহীন হয়ে পড়ছিলেন। পাশাপাশি দুর্নীতি প্রসঙ্গত রয়েছে। মূলত সেই কারণেই তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করার সিদ্ধান্ত নেন তিনি ও তাঁর অনুগামীরা। এই দিন কংগ্রেসের ব্লক নেতৃত্বের উপস্থিতিতে ৫০০ জন অনুগামীকে নিয়ে কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেন একসময়ের তৃণমূল কংগ্রেসের বঙ্গজননীর প্রথম সারির নেত্রী তথা বঙ্গ জননীর নদিয়া জেলার সহ-সভাপতি শুক্লা সাহা।যদিও শাসক দল গুরুত্ব দিতে নারাজ নির্বাচনের মধ্যে কত যাবে কত আসবে? তাতে দলের কোন ক্ষতি হবে না এমনটাই জানালেন কৃষ্ণনগর উত্তর কংগ্রেসের মুখপাত্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct