এম মেহেদী সানি, অশোকনগর, আপনজন: রাজ্যের বেশ কিছু স্থানে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত ভোটের নমিনেশন জমাকে কেন্দ্র করে অশান্তির খবর, তখন এক অন্য চিত্র ধরা পড়ল উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে ৷ মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া দু’নম্বর ব্লক অফিসে নমিনেশন জমা দিতে আসা বিরোধী প্রার্থীদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে নজির গড়লেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী ৷ নমিনেশন জমা দেওয়া নিয়ে যখন উত্তপ্ত গোটা বাংলা, কোথাও চলছে গুলি কোথাও চলছে বোমা, বোমা গুলির আঘাতে আহত হচ্ছে রাজনৈতিক নেতা কর্মীরা ৷ সেখানে দাঁড়িয়ে অশোকনগরে উল্টো ছবি, সৌজন্যতার রাজনীতির উদাহরণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ কিছুদিন আগে নারায়ণ গোস্বামীর বলেছিলেন বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা যদি নমিনেশন জমা দিতে না পারেন তাহলে তাঁকে জানালে তিনি নিজের গাড়িতে করে বিরোধী দলের প্রার্থীদেরকে নিয়ে এসে, নিজে দাঁড়িয়ে থেকে নমিনেশন পত্র জমা দিয়ে দেবেন ৷ এবার অশোকনগর বিধানসভার অন্তর্গত হাবড়া দু’নম্বর বিডিও অফিসে নমিনেশন জমা দিতে আসা বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে আবারও সৌজন্যতার রাজনীতির নজির গড়লেন নারায়ণ৷ বিধায়কের ভূমিকায় বিরোধীরা খুশি হলেও কটাক্ষ করতে ছাড়েননি ৷ এই সময় তিনি বিরোধী প্রার্থীদের কাছে বিধায়কের ফোন নাম্বারও দিয়ে দেন, কোনো রকম সমস্যা হলে যাতে বিধায়ককে তারা সরাসরি তড়িঘড়ি ফোন করেন, তাহলে বিধায়ক সাথে সাথে ব্যবস্থা নেবেন, বিধায়কের এই ভূমিকা দেখে খুশি বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা, তবে বিরোধীদলের পক্ষ থেকে কটাক্ষ করতে ছাড়েননি৷ এ দিন বিধায়ক নারায়ণ গোস্বামী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘গণতন্ত্রের নানা মত থাকবে, সমস্ত মত কেই শ্রদ্ধা জানাতে হবে কোনো গুন্ডাগিরি দাদাগিরি মাস্তানি চলবে না। বিরোধীরা যাতে সুষ্ঠভাবে মনোনয়নপত্র জমা দিতে পারে তা খতিয়ে দেখার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমি এসেছি ৷ ক্যাম্পে কংগ্রেস নেতার সঙ্গে সৌহার্দ্য বিনিময় হয়েছে, এখা নেবিজেপির বন্ধুরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। অন্যদিকে মঙ্গলবার হাবড়া-২ ব্লকে বিজেপি-সিপিএম-কংগ্রেস সহ অন্যান্য দল থেকে প্রায় ৪০০ জন কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct