আপনজন ডেস্ক: দক্ষিণ ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত অংশে একটি বিশাল সোভিয়েত যুগের বাঁধ আক্রমণ চালিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল। ডিনিপ্রো নদীর বিশাল বাঁধটি ধ্বংস করে ফেলায় বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার ওপর ব্যাপক প্রভাব পড়বে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘ এ তথ্য জানায়। বাঁধটি ধ্বংস হওয়ার ফলে খাদ্যের মূল্য বৃদ্ধি পেতে পারে এবং কয়েক হাজার মানুষের জন্য বিশুদ্ধ পানির অভাব দেখা দিতে পারে। বাঁধটি কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রের অংশ। ৬ জুনের বাঁধটি ভেঙে ফেলার ফলে ১৮ কিউবিক কিলোমিটারের কিছু বেশি পানি দক্ষিণ ইউক্রেনের একটি অংশ জুড়ে বয়ে যেতে পারে। ঠিক কী কারণে এটি ভাঙা হয়েছে তা স্পষ্ট নয়। যদিও নরওয়েজিয়ান সিসমোলজিস্ট এবং মার্কিন স্যাটেলাইটগুলোর তোলা ছবিতে বিস্ফোরণের মতো দেখাচ্ছে।ইউক্রেন ও রাশিয়া উভয়েই কাখোভকা বাঁধ ধ্বংসের জন্য একে অপরকে দায়ী করেছে। জাতিসংঘের সাহায্য প্রধান মার্টিন গ্রিফিথস সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, খাদ্য নিরাপত্তার ওপর এই বাঁধ ভাঙার প্রভাব উল্লেখযোগ্যভাবে পড়তে পারে। গ্রিফিথস বলেছেন, ‘এটি একটি রুটির ঝুড়ি, যেটা পুরো এলাকাটিকে কৃষ্ণ সাগর এবং ক্রিমিয়ার দিকে নিয়ে যাচ্ছে। এটি কেবল ইউক্রেনের জন্যই নয়, পুরো বিশ্বের জন্যও একটি রুটির ঝুড়ি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct