আপনজন ডেস্ক: ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আট দল নিশ্চিত হয়ে গেছে আগেই। বাকি দুটি জায়গার জন্য লড়বে ১০ দল। সেই লড়াইয়ে আছে শ্রীলঙ্কাও। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা সরাসরি বিশ্বকাপের টিকিট না পাওয়ায় বাছাইপর্বের বাধা টপকে আসতে হবে। আগামী রোববার জিম্বাবুয়েতে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব। বাছাইয়ে অংশ নিতে পরশু আফ্রিকার দেশটিতে পা রেখেছে দাসুন শানাকার নেতৃত্বাধীন লঙ্কান দল। কিন্তু বুলাওয়ের হোটেলে পৌঁছাতেই বেধেছে বিপত্তি। নিজেদের জন্য বরাদ্দকৃত কক্ষের চাবি পেতেই প্রায় তিন ঘণ্টা লেগে গেছে লঙ্কানদের। মূলত হোটেল কর্তৃপক্ষ চেক-ইন (নিবন্ধন) প্রক্রিয়া শেষ করতে দেরি করাতেই শ্রীলঙ্কার ক্রিকেটারদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে। লাহিরু কুমারা, কুশল মেন্ডিস, কাসুন রাজিতারা কক্ষে ঢুকতে না পেরে হোটেলের মেঝেতেই দীর্ঘক্ষণ বসে ছিলেন। তাঁদের মেঝেতে বসে থাকার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই আইসিসির সমালোচনা শুরু হয়েছে। বিশ্বকাপ বা আইসিসি আয়োজিত যেকোনো টুর্নামেন্টের মূল পর্বে দলগুলোর জন্য সব ধরনের সুযোগ-সুবিধা থাকলেও বাছাইপর্বে সেটা নগণ্য। মূল পর্বে প্রত্যেক খেলোয়াড়ের জন্য আলাদা কক্ষ বরাদ্দ থাকলেও বাছাইপর্বে একাধিক খেলোয়াড়কে একটি কক্ষে থাকতে হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct