আপনজন ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার প্রদেশে একটি ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।সোমবার (১২ জুন) সকালে নাইজার নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকাটি একদল বরযাত্রী বহন করছিল। নাইজার প্রদেশ থেকে কোয়ারা প্রদেশে ফিরছিলেন বরযাত্রীরা।দেশটির স্থানীয় পত্রিকা নাইজেরিয়ান ট্রিবিউনের প্রতিবেদনে জানিয়েছে, নৌকার যাত্রীরা কাওরা প্রদেশের কাপডা, এগবু ও গাকপা গ্রামের বাসিন্দা। তারা নাইজার প্রদেশের এগবোতি গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, পানির নীচে কোনও বস্তুর সঙ্গে আঘাত লেগে নৌকাটি ডুবে গেছে। সোমবার থেকেই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে; যা এখনো অব্যাহত রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct